নয়াদিল্লিতে বাংলাদেশ কনস্যুলার সেবা বন্ধ

নয়াদিল্লিতে বাংলাদেশ কনস্যুলার সেবা বন্ধ

বিশেষ প্রতিনিধি

নয়াদিল্লি ও শিলিগুড়িতে সাম্প্রতিক বিক্ষোভের কারণে বাংলাদেশ হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সেবাগুলো বন্ধ থাকবে।

বাংলাদেশের পক্ষ থেকে কনস্যুলার সেবা বন্ধ হলেও ঢাকায় ভারতীয় হাইকমিশন মানবিক কারণে ভিসা কেন্দ্র খোলা রেখেছে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, অনেক ভিসা আবেদনকারী গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রয়েছে নিরাপত্তাজনিত কারণে। ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশনের প্রবেশপথে জনতার হামলা ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার ২০-২৫ জন যুবক বিক্ষোভ করে ময়মনসিংহের দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দোষীদের দ্রুত বিচারের জন্য জোরালো অনুরোধ করেছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, নয়াদিল্লিতে ঘটে যাওয়া বিক্ষোভের বিষয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বাংলাদেশ মিশন নিরাপদ স্থানে অবস্থিত হওয়ায় সেখানে বিক্ষোভকারীদের প্রবেশ কীভাবে সম্ভব হলো তা প্রশ্নবিদ্ধ।

শিলিগুড়িতে, ভারতীয় বিক্ষোভকারীরা হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ভিসা অফিস ঘেরাও করে। আন্দোলনকারীরা দোষীদের শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় এবং পাঁচজনের প্রতিনিধিদল দিয়ে ভিসা অফিসের সঙ্গে আলোচনা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লি এবং আগারগাঁওয়ের কনস্যুলার সেবা বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।

জাতীয় শীর্ষ সংবাদ