কিয়েভে রুশ হামলায় ২ নিহত, ৪৬ আহত; ১০ লাখ পরিবার বিদ্যুৎহীন

কিয়েভে রুশ হামলায় ২ নিহত, ৪৬ আহত; ১০ লাখ পরিবার বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক

কিয়েভ, ২৩ ডিসেম্বর: শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং তার আশপাশের এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রুশ সেনাবাহিনী প্রায় ১০ ঘণ্টা ধরে কিয়েভ এবং এর আশপাশের অঞ্চলগুলোতে মোট ৫০০ ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই হামলার কারণে অন্তত ২ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। ইউক্রেনীয় বাহিনী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও অনেকগুলিই আঘাত হানে। কিয়েভের বিদ্যুৎ পরিষেবা ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, কিয়েভের ১০ লাখেরও বেশি পরিবার বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সন্ধ্যারাতেই ৭৫ হাজারেরও বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা এক বার্তায় জানান, হামলার ফলে কিয়েভের ৪০ শতাংশ আবাসিক ভবন বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

রাশিয়ার এই হামলার প্রেক্ষিতে কুলেবা আরও জানান, শীতকালে ইউক্রেনের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসায় বিদ্যুৎবিহীন অবস্থায় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

অন্যদিকে, হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওয়াশিংটনে পৌঁছানোর পর সংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে বলেন, “যুদ্ধ থামানোর জন্য ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার ব্যাপারে রাশিয়ার মনোভাব কী, তা এই হামলার মধ্যে দিয়ে আরও একবার প্রমাণিত হলো।”

রাশিয়া যুদ্ধের তীব্রতা বৃদ্ধি করলেও, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিরোধের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে রুশ বাহিনীর এই আক্রমণ ইউক্রেনের জনজীবনকে আরও বেশি দুর্বিষহ করে তুলেছে।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ