মেহেদি হাসান রানার হ্যাটট্রিক, বিপিএল ২০২৫-এ নতুন রেকর্ড

মেহেদি হাসান রানার হ্যাটট্রিক, বিপিএল ২০২৫-এ নতুন রেকর্ড

ক্রিকেট ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ প্রথম হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে। গতকাল (শনিবার) সিলেট টাইটান্সের বিপক্ষে চতুর্থ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা এই কীর্তি গড়েন। ম্যাচটি সিলেটের স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয় এবং রানা সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে আউট করে প্রথম হ্যাটট্রিকের সঙ্গী হন।

দ্বাদশ বিপিএল আসরের এ ম্যাচে, প্রথম ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসের অধীনে সিলেট টাইটান্সকে ১৪৪ রানের লক্ষ্য দেয়া হয়েছিল। তবে রান তাড়া করতে নেমে সিলেট ছিল পুরোপুরি কন্ট্রোলে। ১৮তম ওভারের সময় তাদের প্রয়োজন ছিল ১৮ বলের মধ্যে ২৫ রান। তখনই ব্যাটিংয়ের নায়ক হিসেবে উঠে আসেন মেহেদি হাসান রানা। ওই ওভারের প্রথম বলেই তিনি সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে আউট করেন। মিরাজের ব্যাটে লাগিয়ে উইকেটরক্ষক জাকের আলির হাতে ক্যাচ তুলে দেন রানা, যদিও আম্পায়ারের প্রথম সিদ্ধান্ত ছিল নট আউট। পরে টিভি রিপ্লেতে স্পাইক দেখে সিদ্ধান্ত পাল্টে আউট দেওয়া হয় মিরাজকে।

এরপর ক্রিজে আসেন নাসুম আহমেদ। মেহেদি রানা তাকে লেগ বিফোর উইকেট (এলবি) আউট করেন। আর ওভারের শেষ বলে, রানার স্লো ডেলিভারিতে খালেদ আহমেদ আউট হন। তিনি বলটি ছক্কা মারার আশা নিয়ে লং অনে ক্যাচ তুলে দেন।

প্রথম হ্যাটট্রিকের জন্য নতুন রেকর্ড সৃষ্টি হলেও, নোয়াখালী এক্সপ্রেস শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি। সিলেট টাইটান্স ১ উইকেটের দারুণ জয়ে ম্যাচটি নিজেদের করে নেয়।

এদিন রানার পারফরম্যান্স ছিল অসাধারণ। তিনি ৪ ওভারে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেন। তার এই পারফরম্যান্সের কারণে বিপিএলের ইতিহাসে নবম হ্যাটট্রিকের ঘটনা ঘটল। এর আগে, ২০১২ সাল থেকে বিপিএলে ৮টি হ্যাটট্রিক হয়েছে, যার মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ৪ জন বিদেশি ক্রিকেটার ছিলেন।

অতীতের হ্যাটট্রিক তালিকা ঘেঁটে দেখা যায়, ২০১2 সালে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি, যিনি রাজশাহী দলের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে তা করেন। এরপর ২০১৫ সালে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে আল-আমিন হোসেন এবং ২০১৯ সালে রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স ও চিটাগাং ভাইকিংসের বিপক্ষে তিনটি হ্যাটট্রিক হয়ে ছিল। ২০২২ সালে মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে হ্যাটট্রিক করেন।

এছাড়া ২০২৪ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুই ক্রিকেটার, শরিফুল ইসলাম এবং মঈন আলি, এই কীর্তি গড়েন।

মেহেদি হাসান রানার ইতিহাস রচিত এই হ্যাটট্রিক বিপিএলের জমজমাট পরিবেশকে আরও উজ্জীবিত করেছে, যা এবারের আসরে আরও রোমাঞ্চকর ঘটনার আশা বাড়িয়ে তুলেছে।

খেলাধূলা শীর্ষ সংবাদ