মেহজাবীন চৌধুরীর বিএফডিএ অ্যাওয়ার্ডে জিতল শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব

মেহজাবীন চৌধুরীর বিএফডিএ অ্যাওয়ার্ডে জিতল শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব

বিনোদন ডেস্ক

চলচ্চিত্র ও ফ্যাশন জগতে নিজস্ব ছাপ রেখে চলা মেহজাবীন চৌধুরী সম্প্রতি বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেছেন। এই অনুষ্ঠানে তার নতুন লুক সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত রাতে অনুষ্ঠিত এই আয়োজনের সময় মেহজাবীন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। অনুষ্ঠানে তাদের আগমনেই উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে সকলের নজর কেড়ে নেয় মেহজাবীনের স্টাইলিশ উপস্থিতি।

অনুষ্ঠান শেষে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে মেহজাবীনকে দেখা গেছে একটি উজ্জ্বল কালো লং গাউনে, যার উপরের অংশে টাই-আপ ডিটেইল থাকায় পোশাকের আভিজাত্য আরও বেড়েছে। তার হেয়ারস্টাইল ছিল সাইড-পার্টেড এবং নিচের দিকে হালকা কার্ল করা। মেকআপে গ্লসি টাচ এবং ঠোঁটে মানানসই ডার্ক শেডের লিপস্টিক তার চেহারার সৌন্দর্য বাড়িয়েছে। কানে পরা সাদা মুক্তার ইয়ারিংস ও হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগের সমন্বয় পুরো লুককে আভিজাত্য এবং আধুনিকতার ছোঁয়া দিয়েছে।

মেহজাবীন এই লুকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে ভক্তরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, “সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, জাস্ট লুকিং ওয়াও!”, আর অনেকে তাকে ‘গর্জিয়াস’ বলে অভিহিত করেছেন।

মেহজাবীন চৌধুরী কেবল অভিনয় দক্ষতায় নয়, ফ্যাশন সেন্সের ক্ষেত্রেও তার একটি স্বতন্ত্র স্থান গড়ে তুলেছেন। বিএফডিএ অ্যাওয়ার্ডে তার এই সাফল্য এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া লুক তার বহুমুখী প্রতিভার পরিচায়ক হিসেবে ধরা হচ্ছে।

বিনোদন শীর্ষ সংবাদ