জাতীয় ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রচার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ এ তথ্য জানিয়েছেন।
ড. আলী রীয়াজ বলেন, খালেদা জিয়ার জানজা ও দাফন পর্যন্ত দেশে গণভোট সম্পর্কিত সব প্রচার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও জুলাই সনদের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য সরকার ইতোমধ্যে সারা দেশে প্রচার কার্যক্রম চালাচ্ছিল। এই প্রচার কার্যক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ ১৯টি মন্ত্রণালয় অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার ভোরে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া, তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রাষ্ট্রীয় কর্মসূচি নির্ধারণ করতে উপদেষ্টা পরিষদ বিশেষ বৈঠক করেছে, যা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টা বেলা ১২টার পরে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির সব প্রচার কার্যক্রম স্থগিত থাকবে। এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


