বিনোদন ডেস্ক
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমি আক্তার সালমার দাম্পত্য জীবনে আবারও ছেদ পড়েছে। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আলাদা হয়েছেন তিনি। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি জানান তাঁর স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। পরে নিজেও বিবাহবিচ্ছেদ নিশ্চিত করেছেন সালমা।
সালমা জানিয়েছেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আমাদের বিচ্ছেদ কার্যকর হয়েছে। বিষয়টি নিয়ে এখন আর কিছু বলতে চাই না।’ তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনের এই অধ্যায় পেছনে ফেলে এখন পুরোপুরি গান ও সঙ্গীতে মনোযোগ দিতে চান। তাঁর ভাষ্য, ‘এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’
অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগর ফেসবুকে লিখেছেন, পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার মূল কারণ। তিনি বলেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।’
মৌসুমি আক্তার ‘ক্লোজ-আপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হিসেবে অল্প সময়ে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি লোকগান ও আধুনিক গানের সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।
প্রথমবার সালমা ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০১৬ সালে সেই সংসার ভেঙে যায়। পরে ২০১৮ সালে তিনি আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সাত বছরের সংসার শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
বিচ্ছেদের পর, সালমা তার সঙ্গীত ক্যারিয়ারে আরও মনোযোগী হওয়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় শিল্পীদের ব্যক্তিগত জীবন প্রায়ই জনসাধারণের নজরে থাকে, কিন্তু পেশাদার দিক থেকে সংগীতের প্রতি তাদের মনোযোগ অব্যাহত থাকে। সালমার এই সিদ্ধান্তও তার সঙ্গীত ক্যারিয়ারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী ও আইনজীবী উভয়ের পক্ষ থেকে নীরব ও সম্মানজনকভাবে বিচ্ছেদের বিষয়টি জানানো হয়েছে, যা তাদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান বজায় রাখার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।


