বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে

বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। এখানে মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে। ভোর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য জড়ো হতে শুরু করেন এবং মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়েছে।

সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের তার বাসভবনে আনা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মরদেহ প্রথমে গুলশানের দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হতো। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশান-২ নর্থ অ্যাভিনিউ, ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়।

সকাল ৮টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ বের করা হয় এবং সকাল ৯টা ১৬ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছায়। বাসভবনে মরদেহবাহী কফিনের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এসময় বাসভবনে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

এরপর মরদেহবাহী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে রওয়ানা হয়। জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করতে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন। প্রশাসনিক পক্ষ থেকে জানাজার নিরাপত্তা ও চলাচল নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মরদেহের এ রূপচারণা ও জানাজার অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। বিএনপি সূত্রে জানা গেছে, জানাজার পর মরদেহ চিরস্থায়ী বিশ্রামের জন্য কবরস্থানে নেওয়া হবে। এ ধরনের প্রস্তুতি ও উপস্থিতি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক এবং সামাজিক গুরুত্বকে প্রমাণ করে।

জাতীয় শীর্ষ সংবাদ