এলপিজি দামের নতুন সমন্বয় রোববার ঘোষণা করা হবে

এলপিজি দামের নতুন সমন্বয় রোববার ঘোষণা করা হবে

অর্থ বাণিজ্য ডেস্ক

চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম আগামী রোববার (৪ জানুয়ারি) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো দ্বারা ঘোষিত জানুয়ারি ২০২৬ সালের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। এই সমন্বয় সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা রোববার বিকেল ৩টায় প্রদান করা হবে।

এলপিজির দাম সমন্বয়ের আগে সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল গত ২ ডিসেম্বর। তখন ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৩৮ টাকা বৃদ্ধি করে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। বিইআরসি জানিয়েছে, রোববারের ঘোষণার সঙ্গে সঙ্গে অটোগ্যাসের সংশোধিত মূল্যও প্রকাশ করা হবে।

বৃহৎ উৎপাদন ও আমদানি খাতের মূল্য পরিবর্তন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়া এবং সরবরাহ শৃঙ্খলের প্রভাব বিবেচনা করে কমিশন প্রতি মাসের ভিত্তিতে ভোক্তা দামের সমন্বয় করে থাকে। বিশেষজ্ঞরা বলেন, এলপিজি এবং অটোগ্যাসের দাম পরিবর্তন গ্যাসভিত্তিক সেবা ও গণপরিবহনের খরচে প্রভাব ফেলতে পারে।

এলপিজি ব্যবহারকারী ঘর-বাড়ি, ছোট ব্যবসা এবং রেঁস্তোরা খাত এই মূল্য পরিবর্তনের সঙ্গে সরাসরি যুক্ত। অটোগ্যাস ব্যবহারকারীর জন্যও নতুন দামের প্রভাব পরিবহন খাতে খরচ বৃদ্ধির মাধ্যমে পরিসর খোলে। এছাড়া, মূল্য সমন্বয়কে কেন্দ্র করে মাসিক বাজেট এবং খরচের পরিকল্পনায় সংশোধনের প্রয়োজন হতে পারে।

বিইআরসি নির্দেশনা অনুযায়ী, এলপিজি ও অটোগ্যাসের দামের যে কোনো পরিবর্তন যথাসময়ে গণমাধ্যম এবং সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে ভোক্তারা আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ