জাতীয় ডেস্ক
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বর্তমান সরকারের আমলে চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, তৃতীয় টার্মিনাল চালুর জন্য সরকারিভাবে প্রচেষ্টা চালানো হয়েছে। তিনি নিজে জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন এবং দর কষাকষি করেছেন। তবে কার্যক্রমের জটিলতা ও প্রয়োজনীয় প্রক্রিয়াগত বাধার কারণে প্রকল্পটি বর্তমান সরকারের মেয়াদে চালু করা সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, ‘পরবর্তী সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।’
ঢাকার তৃতীয় টার্মিনাল প্রকল্পের কাজ ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়। প্রাথমিকভাবে ২০২৩ সালের ৭ অক্টোবর ২১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয় এবং ২০২৪ সালের শেষ নাগাদ সম্পূর্ণ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে প্রকল্প বাস্তবায়নে সময়সীমাSeveral পরিবর্তনের মুখোমুখি হয়েছে। ঘন ঘন প্রকল্প নেতৃত্বে পরিবর্তন, বিদেশ থেকে উপকরণ আনার বিলম্ব এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের কারণে টার্মিনালটি সময়মতো চালু করা সম্ভব হয়নি।
মোট প্রকল্প খরচের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দান করেছে এবং বাকি অর্থ এসেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে ঋণ হিসেবে। টার্মিনালের ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার, যা ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্কের সমন্বয়ে তৈরি।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, টার্মিনালটি সম্পূর্ণরূপে চালু হলে ঢাকার বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা দ্বিগুণ হয়ে বছরে ১০ লাখ টনে পৌঁছাবে। যাত্রী পরিবহন ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়ে বছরে ২ কোটি ৪০ লাখ জনের সেবা দেওয়ার সক্ষমতা থাকবে।
প্রকল্পটি দেশের বেসামরিক বিমান পরিবহন অবকাঠামো সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয় টার্মিনাল চালুর মাধ্যমে যাত্রী সেবা মান উন্নয়ন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং কার্গো পরিবহনে সমন্বয় বৃদ্ধি সম্ভব হবে। তবে প্রক্রিয়াগত জটিলতা ও রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়মতো বাস্তবায়ন সম্ভব হয়নি, যা পরবর্তী সরকারের পরিকল্পনা ও নীতি নির্ধারণের ওপর নির্ভর করবে।


