ঢাকার বায়ুদূষণ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে

ঢাকার বায়ুদূষণ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে

পরিবেশ ডেস্ক

ঢাকা শহরের বায়ুমান বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান ১৫৩ স্কোরে রয়েছে, যা নাগরিকদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত। শহরটির এই অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম।

আইকিউএয়ারের প্রতিবেদনে দেখা গেছে, আজ বিশ্বের দূষিত শহরের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার বায়ুমান ২১৯ স্কোরে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো (১৮৫ স্কোর) এবং তৃতীয় অবস্থানে কলকাতা (১৮০ স্কোর)।

ঢাকার সাতটি স্থানে আজ বায়ুদূষণের মাত্রা মারাত্মক অবস্থায় রয়েছে। এসব এলাকা হলো—গোড়ান (১৬৩), শান্তা ফোরাম (১৬২), পল্লবী (১৫৭), বেচারাম দেউড়ী (১৫৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৫৩), কল্যাণপুর (১৫৩) এবং গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫২)।

বায়ুদূষণ দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে রাজধানীতে বিদ্যমান। গত ডিসেম্বর মাসে একদিনও নির্মল বায়ুর দেখা মেলেনি। চলতি বছরের শুরু থেকেই রাজধানীর বায়ুমান ক্রমেই খারাপের দিকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুকনা মৌসুমের কারণে বায়ুদূষণ আরও প্রবল হচ্ছে।

ঢাকা শহরের সমস্যা শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। দেশের অন্যান্য শহরেও বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো দিন রাজধানীর দূষণ অন্যান্য শহরের চেয়ে কম হলেও, সামগ্রিকভাবে দেশের শহরগুলোতে বায়ুমান ক্রমেই খারাপ হচ্ছে।

দেশে বায়ুদূষণ কমাতে বিভিন্ন সময়ে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হলেও ফলাফল তেমন দেখা যায়নি। বিশেষজ্ঞরা উল্লেখ করেন, যানবাহন থেকে উৎপন্ন ধোঁয়া, শিল্পকর্ম ও নির্মাণ কাজের ধূলিকণার কারণে শহরের বায়ুদূষণ মারাত্মক মাত্রায় পৌঁছেছে।

আইকিউএয়ার নাগরিকদের সুরক্ষার জন্য কয়েকটি পরামর্শ দিয়েছে। নগরবাসীকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা স্থানে ব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার কথাও বলা হয়েছে।

অভিযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে, স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্র ও হৃদরোগের মতো সমস্যার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। তাই নাগরিকদের সচেতনতা এবং শহরের দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়াই সমাধানের মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে।

আবহাওয়া শীর্ষ সংবাদ