জাতীয় ডেস্ক
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) ১০ জন কর্মকর্তাকে আঞ্চলিক দায়িত্ব প্রদান করেছে। সংশ্লিষ্ট অঞ্চলের ভোট, প্রার্থী, আচরণবিধি লঙ্ঘন, নির্বাচনী অপরাধ, প্রশাসনিক অনিয়মসহ যেকোনো নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ নাগরিকরা এসব কর্মকর্তার কাছে সরাসরি পাঠাতে পারবেন। একইসঙ্গে কমিশনের নির্ধারিত কেন্দ্রীয় ইমেইল ঠিকানায়ও অভিযোগ জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অভিযোগ গ্রহণ কাঠামোকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী যেকোনো পর্যায়ের অভিযোগ গ্রহণ, নথিভুক্তকরণ ও কমিশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের দায়িত্ব পালন করবেন মনোনীত কর্মকর্তারা। প্রতিটি অঞ্চলের জন্য নির্ধারিত মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে, যাতে অভিযোগ দাখিল প্রক্রিয়া সহজ ও দ্রুততর হয়।
খুলনা অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ। নাগরিকরা তাঁর ০১৭১২৫৯১১৪৪ নম্বরে ফোন বা খুদে বার্তা পাঠানোর পাশাপাশি khulna.region.complain@ecs.gov.bd ইমেইলে লিখিত অভিযোগ পাঠাতে পারবেন। ফরিদপুর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা; মোবাইল ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল faridpur.region.complain@ecs.gov.bd। ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার; মোবাইল ০১৭১২০৪৪১৮৮, ইমেইল mymensingh.region.complain@ecs.gov.bd।
বরিশাল অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন; মোবাইল ০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল barishal.region.complain@ecs.gov.bd। সিলেট অঞ্চলের দায়িত্বে রয়েছেন সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহেদ; মোবাইল ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল sylhet.region.complain@ecs.gov.bd। ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ; মোবাইল ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল dhaka.region.complain@ecs.gov.bd। রংপুর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ; মোবাইল ০১৮১৮২৬৮০৮২, ইমেইল rangpur.region.complain@ecs.gov.bd।
চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে রয়েছেন সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন; মোবাইল ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল chattogram.region.complain@ecs.gov.bd। রাজশাহী অঞ্চলের দায়িত্বে রয়েছেন সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী; মোবাইল ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল rajshahi.region.complain@ecs.gov.bd। কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান; মোবাইল ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল cumilla.region.complain@ecs.gov.bd।
আঞ্চলিক কর্মকর্তাদের বাইরে কমিশন দু’টি কেন্দ্রীয় ইমেইল ঠিকানাও চালু রেখেছে—centralcord.complain@ecs.gov.bd ও mscentralcord.complain@ecs.gov.bd। অঞ্চল-নির্দিষ্ট নয় এমন অভিযোগ বা একাধিক আসন/প্রশাসনিক পর্যায়ের সংশ্লিষ্টতা থাকলে নাগরিকরা এসব ঠিকানায় তথ্য পাঠাতে পারবেন। সব অভিযোগ যথাযথ প্রক্রিয়ায় নথিভুক্ত করে নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং প্রয়োজন অনুযায়ী তা অনুসন্ধান, প্রমাণ সংগ্রহ, শুনানি বা আইনানুগ পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট শাখা বা কমিটিতে প্রেরণ করা হবে।
নির্বাচনী অভিযোগ ব্যবস্থাপনায় বিচার বিভাগীয় কাঠামোকেও যুক্ত করেছে ইসি। গত ১৪ ডিসেম্বর ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করা হয়েছে। এসব কমিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে আনীত অভিযোগ, নির্বাচনী অপরাধ, ভোটগ্রহণে প্রভাব বিস্তার, পেশিশক্তি প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা তথ্য প্রচার, নির্বাচনী ব্যয় সংক্রান্ত অনিয়মসহ গুরুতর অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তির দায়িত্ব পালন করবে। নাগরিকরা চাইলে সংশ্লিষ্ট সংসদীয় আসনের কমিটির কাছেও সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। ইসির অভিযোগ কর্মকর্তারা প্রাপ্ত তথ্যের সারসংক্ষেপ ও প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন আকারে কমিশনে জমা দেবেন এবং বিচারিক কমিটির এখতিয়ারভুক্ত অভিযোগ দ্রুততম সময়ে কমিটিতে পাঠাবেন।
নির্বাচন বিশ্লেষকদের মতে, অভিযোগ গ্রহণ ব্যবস্থাকে অঞ্চলভিত্তিক করার ফলে নাগরিক তথ্যপ্রবাহ দ্রুত ইসিতে পৌঁছাবে, অভিযোগ জমা দেওয়ার জট কমবে এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অধিক কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য অনিয়ম প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে এই কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে অভিযোগের গ্রহণযোগ্যতা, প্রমাণের মান, নথি সংরক্ষণ, সাক্ষ্য যাচাই, অনুসন্ধান ও শুনানি—সবকিছু আইন ও কমিশনের আচরণবিধি অনুসারে পরিচালিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি আরও জানিয়েছে, যেকোনো অভিযোগ দাখিলের ক্ষেত্রে তথ্যের উৎস, ঘটনার স্থান-সময়, সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষ, সম্ভাব্য সাক্ষ্য, আলোকচিত্র/ভিডিও বা নথি থাকলে তা সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অনুসন্ধান ও নিষ্পত্তি প্রক্রিয়া সুনির্দিষ্ট ও সময়োপযোগী হয়।


