রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৪১ জন গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৪১ জন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযান চলাকালে বিভিন্ন অপরাধের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত, ১ জন মাদক মামলায় এবং বাকী ৩৩ জন বিভিন্ন অপরাধের অভিযোগে আটক হয়েছেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ অভিযানগুলোর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অন্যান্য অপরাধ প্রতিরোধমূলক পদক্ষেপ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর আগে বিভিন্ন সময়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনকে লক্ষ্য করে থানা ও ডিবি পর্যায়ে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানের ফলে শহরে অপরাধীদের হদিস পাওয়া এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা পাওয়া সম্ভব হয়েছে বলে পুলিশ উল্লেখ করেছে।

গ্রেফতার কার্যক্রমের মাধ্যমে শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা পুলিশের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আইন আদালত শীর্ষ সংবাদ