আইডিএলসি ফাইন্যান্স’এর নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

আইডিএলসি ফাইন্যান্স’এর নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

অর্থ বাণিজ্য প্রতিবেদক
দেশের শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স’এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ সাত্তার। জানুয়ারি ০৮, ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৩৬০ তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স’ এর অন্যতম নমিনেটেড ডিরেক্টর ছিলেন।

আর্থিক খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ৪০ বছরেরও বেশি সময় ধরে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন কাজী মাহমুদ সাত্তার। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে তাঁর কর্মজীবনের শুরু, পরবর্তীতে তিনি এই প্রতিষ্ঠানের হয়ে মুম্বাই ও মেলবোর্নেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশনের নেতৃত্ব দেন তিনি। কাজী মাহমুদ সাত্তার দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর্মের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।

এযাবৎ দেশের দু’টি শীর্ষ কমার্শিয়াল ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র দায়িত্ব পালন করেছেন কাজী মাহমুদ সাত্তার। এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর

অর্থ বাণিজ্য