জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক

জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক

রাজনীতি ডেস্ক

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে মৌখিকভাবে সতর্ক করেছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার। শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, শনিবার সকালেই মিয়া গোলাম পরওয়ার নির্বাচনী এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন এবং গণভোট ও নিজের দলের পক্ষে ভোট প্রার্থনা করেন। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে এমন ধরনের গণসংযোগ ও প্রচারণা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অন্যান্য দলের প্রার্থীদের কর্মকাণ্ডও কড়া নজরদারিতে রাখা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য প্রার্থীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালেই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। এসময় তিনি নির্বাচনী এলাকায় দলের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

রাজনীতি শীর্ষ সংবাদ