জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সম্পদ ও আয়ের তথ্য প্রকাশ

জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সম্পদ ও আয়ের তথ্য প্রকাশ

রাজনীতি ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সম্প্রতি দাখিল করা মনোনয়নপত্রের হলফনামার মাধ্যমে তার সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র দাখিলকালে এই তথ্যগুলো উন্মুক্ত করা হয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী, রাঙ্গার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৩ কোটি টাকার উপরে। স্থাবর-অস্থাবর সম্পদের অর্জনকালীন এবং বর্তমান বাজার মূল্য সমান দেখানো হয়েছে। রাঙ্গার ব্যবসা থেকে বার্ষিক আয় ২৪ লাখ ৪৭ হাজার টাকা, যা তার অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয়ের তুলনায় উল্লেখযোগ্য কম। অন্যান্য উৎস থেকে তার বার্ষিক আয় ১ কোটি ৩৫ লাখ টাকা, যা মূল পেশা থেকে আয়ের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি।

রাঙ্গার কৃষি থেকে বার্ষিক আয় ৩ লাখ ৭১ হাজার ৫৫০ টাকা, বাসা-বাড়ি ভাড়া থেকে আয় ৩৬ লাখ ৫৬ হাজার ২২৪ টাকা এবং শেয়ার আমানত থেকে আয় ১ লাখ ৪১ হাজার ৫৫৩ টাকা। তার পরিবারের নির্ভরশীলদের আয়ও হলফনামায় উল্লিখিত হয়েছে। রাঙ্গার ছেলের কৃষি আয় ১ লাখ ১ হাজার টাকা, ব্যবসা থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা। ছেলের স্ত্রী কৃষি থেকে ৯১ হাজার টাকা এবং ব্যবসা থেকে ৪ লাখ ৪৯ হাজার টাকা, মেয়ের আয় কৃষি থেকে ২ লাখ ৭৯ হাজার টাকা এবং ব্যবসা থেকে ৯৬ হাজার টাকা। পরিবারের অন্যান্য উৎস থেকে আয় ১০ লাখ ২৫ হাজার টাকা।

হলফনামায় নগদ অর্থ, ব্যাংক জমা ও সঞ্চয়পত্রের তথ্যও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে। রাঙ্গার হাতে নগদ অর্থ রয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার টাকা, ব্যাংকে রয়েছে ১ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ১৬৮ টাকা এবং সঞ্চয়পত্রে ১ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ২৮২ টাকা জমা রয়েছে। তার পরিবারের নির্ভরশীলদের নগদ অর্থ ও ব্যাংক জমা যথাক্রমে ছেলের হাতে ৩৬ লাখ ৪৮ হাজার, ছেলের স্ত্রী ৪৪ লাখ ৬৭ হাজার, মেয়ের হাতে ২৭ লাখ ৮৯ হাজার টাকা। ব্যাংকে জমা রয়েছে ছেলের ২০ লাখ ২৫ হাজার, ছেলের স্ত্রীর ২৬ লাখ ৯৭ হাজার এবং মেয়ের ১৮ লাখ ২৫ হাজার টাকা।

সম্পদের মধ্যে রাঙ্গার নামে দুটি কার ও একটি বাস, ছেলের নামে চারটি যানবাহন এবং মেয়ের নামে দুটি বাস-কার রয়েছে। স্বর্ণের হিসাব অনুযায়ী, রাঙ্গার কাছে ৩৮ তোলা স্বর্ণ রয়েছে, যার মূল্য ৭৬ হাজার টাকা। তার ছেলের কাছে ২০ তোলা, ছেলের স্ত্রীর কাছে ২০ তোলা এবং মেয়ের কাছে ১০ তোলা স্বর্ণ রয়েছে। আসবাবপত্রসহ অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার টাকা, যা বর্তমান মূল্যেও অপরিবর্তিত।

স্থাবর সম্পদের মধ্যে রাঙ্গার নিজের নামে ৫৬ লাখ ৭৩ হাজার টাকায় ক্রয়কৃত কৃষি জমি এবং ৭ কোটি ৭৬ লাখ ৪২ হাজার টাকায় ক্রয়কৃত অকৃষিজ জমি রয়েছে। নির্ভরশীলদের তিনজনের নামে ২ কোটি ৩১ লাখ ৫৪ হাজার টাকায় কৃষি ও অকৃষিজ জমি ক্রয় করা হয়েছে। সম্পদের সকল ক্ষেত্রে অর্জনকালীন মূল্যের কোনো পরিবর্তন ঘটেনি।

এছাড়াও হলফনামায় উল্লেখ করা হয়েছে, গত দেড় বছরে রাঙ্গার নামে ১২টি মামলা হয়েছে। এই তথ্যগুলো তার আসন্ন নির্বাচনী মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করা হয়েছে, যা প্রার্থী ও নির্বাচন কমিশনের নথিতে সরকারি রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে।

রাজনীতি শীর্ষ সংবাদ