জেলা প্রতিনিধি
হবিগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করতে গিয়ে সাবেক ছাত্রনেতা এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা ও সেনাবাহিনী। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন জানান, চৌধুরী বাজারের ‘শেখ জামাল অটোমেটিক ফ্লাওয়ার মিলস’-এর মালিক শেখ জামাল মিয়ার কাছ থেকে দীর্ঘদিন ধরে ‘মবের’ ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন সাকিব। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে সাকিবের নেতৃত্বাধীন চক্রটি ওই ব্যবসায়ীর কাছ থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিব তার সহযোগীদের নিয়ে পুনরায় ওই দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদের ঘেরাও করে আটক করে বিক্ষোভ শুরু করেন।
আটক ব্যক্তিদের মধ্যে এনামুল হক সাকিব উমেদনগরের আব্দুল মতিনের ছেলে। বাকি দুজন হলেন—শিহাব আহমেদ (২২) ও মোশারফ হোসেন (২৪)।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে সাকিব নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দিয়ে শহরে প্রভাব বিস্তার করছিলেন। ২০ সেপ্টেম্বর মহিলা কলেজ রোডে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির বাসায় হামলা এবং চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি এবং তার চক্র সাধারণ মানুষকে মামলা বা অপরাধী হিসেবে শনাক্ত করার ভয় দেখিয়ে নিয়মিত অর্থ আদায় করতেন।
ওসি দেলোয়ার হোসেন বলেন, “সাকিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ পেয়ে সেনাবাহিনী তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক তথ্য অনুসারে, তিনি বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের ‘মব জাস্টিস’ হুমকি দিয়ে অর্থ আদায় করতেন। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ভুক্তভোগী ব্যবসায়ী শেখ জামাল জানান, সাকিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাকিবের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


