গণহত্যার মামলায় শেখ হাসিনার পুত্র ও পলকের পক্ষে আজ শুনানি

গণহত্যার মামলায় শেখ হাসিনার পুত্র ও পলকের পক্ষে আজ শুনানি

আইন আদালত ডেস্ক

আজ (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে শুনানি অনুষ্ঠিত হবে। এই দুই আসামির পক্ষে তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

এর আগে প্রসিকিউশন শুনানি সম্পন্ন করেছে। প্রসিকিউশন জানিয়েছে, তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করা হয়েছিল। তাদের যুক্তি অনুযায়ী, বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এই কর্মকাণ্ডের নীলনকশা তৈরি করেছিলেন, যা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জুনাইদ আহমেদ পলক।

একই দিনে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় আশুলিয়ায় ছয়জনকে হত্যা এবং মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় মোট ৯ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরও চারটি মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বাদিসহ ১৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় চাইতে পারে।

মাল্টি-মামলার এই শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মামলা সমূহে আসামিদের ভূমিকা, প্রমাণ উপস্থাপন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের ভিত্তিতে বিচারকগণ পরবর্তী শুনানির দিন নির্ধারণ করবেন।

আইন আদালত শীর্ষ সংবাদ