রাজনীতি ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনী মেরুকরণ নতুন মাত্রা পেয়েছে। এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে জোটের শরীক দলগুলো এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
বৈঠক সূত্রে জানা গেছে, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে জাতীয় নাগরিক পার্টিকে ৩০টি আসনে ছেড়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। এর ধারাবাহিকতায় নোয়াখালী-৬ আসনে জোটের একক প্রার্থী হিসেবে আব্দুল হান্নান মাসউদকে মনোনীত করা হয়। এর আগে এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও জোটের বৃহত্তর স্বার্থে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জোট মনোনীত প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন।
তৃণমূল পর্যায়ে কিছুটা মতভেদ থাকলেও হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছান। আব্দুল হান্নান মাসউদের রাজনৈতিক প্রেক্ষাপট ও জনসম্পৃক্ততা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুল হান্নান মাসউদ ২০২৪ সালের জুলাই বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় তরুণ ভোটারদের মধ্যে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে, যা এই নির্বাচনী লড়াইয়ে জোটের জন্য সহায়ক হতে পারে।
বৈঠকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, হাতিয়াকে একটি আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জোটের এই ঐক্য অপরিহার্য। অন্যদিকে, প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এই সমর্থনকে জনগণের প্রতি তার দায়বদ্ধতা হিসেবে অভিহিত করে সকলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি দেন।


