বিপিএলের ট্রফি উন্মোচন ও ফাইনাল-পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন

বিপিএলের ট্রফি উন্মোচন ও ফাইনাল-পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন

খেলাধূলা ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজনে ট্রফিটি দর্শকদের সামনে আনা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে এবারের বিপিএলের শিরোপা প্রদর্শনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফাইনাল ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে ট্রফিবাহী একটি হেলিকপ্টার স্টেডিয়ামের মাঠে অবতরণ করে। নির্ধারিত সময় অনুযায়ী স্টেডিয়ামের সবুজ আউটফিল্ডে হেলিকপ্টারটি অবতরণের মাধ্যমে ট্রফি উন্মোচনের কার্যক্রম শুরু হয়। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এবারের বিপিএলের ট্রফি উন্মোচনকে ভিন্নমাত্রা দিতে এ ধরনের ব্যতিক্রমী ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়।

হেলিকপ্টার থেকে ট্রফি হাতে নিয়ে মাঠে নামেন জাতীয় ক্রিকেটের দুই পরিচিত মুখ আকবর আলী ও সালমা খাতুন। দুজনই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ে শিরোপা জয়ের নেতৃত্ব দেওয়া অধিনায়ক হিসেবে পরিচিত। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের পুরুষ ও নারী ক্রিকেটের প্রতিনিধিত্বকারী সফল অধিনায়কদের মাধ্যমে ট্রফি উন্মোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতে। এটি ছিল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রথম বড় সাফল্য। অন্যদিকে আকবর আলীর অধিনায়কত্বে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। এই দুটি সাফল্য দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

সাধারণত বিপিএলের প্রতিটি আসরের শুরুতে অংশগ্রহণকারী দলের অধিনায়কদের নিয়ে ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশন আয়োজন করা হয়। তবে এবারের বিপিএলে সেই প্রচলিত রীতি অনুসরণ করা হয়নি। বিসিবি সূত্রে জানা যায়, আসরের শুরুতে নির্ধারিত সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে ট্রফি উন্মোচনের বিষয়টি পিছিয়ে যায়। ফলে ফাইনাল ম্যাচের দিনই প্রথমবারের মতো ট্রফিটি প্রকাশ্যে আনা হয়।

আগের দুই আসরে বিপিএলের ট্রফি রাজধানীর ঐতিহাসিক আহসান মঞ্জিল ও মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করা হয়েছিল। এর মাধ্যমে সাধারণ দর্শকদের মধ্যে টুর্নামেন্ট নিয়ে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করা হয়। তবে চলতি আসরে সে ধরনের কোনো প্রদর্শনী আয়োজন করা হয়নি। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচের ঠিক আগে স্টেডিয়ামের ভেতরেই ট্রফি উন্মোচনের সিদ্ধান্ত নেয় বিসিবি।

ট্রফি উন্মোচনের পর আকবর আলী ও সালমা খাতুনের কাছ থেকে শিরোপাটি গ্রহণ করেন ফাইনালে ওঠা দুই দলের অধিনায়ক। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান ট্রফি হাতে নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন। এই ফটোসেশনের মাধ্যমে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন হয়।

ট্রফি উন্মোচন শেষে মাঠে স্বল্প সময়ের জন্য একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে অংশ নেন অভিনেত্রী তানজিন তিশা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দর্শকদের বিনোদন ও ফাইনাল ম্যাচের আগে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এই পরিবেশনার ব্যবস্থা করা হয়।

সব মিলিয়ে ট্রফি উন্মোচন, ফটোসেশন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিপিএলের ফাইনাল ম্যাচের আগে আনুষ্ঠানিক আয়োজন শেষ হয়। এরপর নির্ধারিত সময় অনুযায়ী রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরু হয়, যেখানে টুর্নামেন্টের শিরোপা নির্ধারিত হওয়ার লড়াইয়ে মাঠে নামে দুই দল।

খেলাধূলা শীর্ষ সংবাদ