শাল্লা-দিরাইয়ে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

শাল্লা-দিরাইয়ে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


সিলেট — জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী শাল্লা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শাল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আয়োজিত এসব কর্মসূচিতে তিনি দলের নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

দলীয় সূত্র জানায়, সকালে শাল্লা ইউনিয়নের একাধিক গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। বিকেলে শাল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীহাইল গ্রামে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাছির উদ্দিন চৌধুরী। সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল বলে উপস্থিত নেতাকর্মীরা জানান।

পথসভায় বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও নাগরিক অধিকারের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে রাজনৈতিক আন্দোলন জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও শোনেন। নাছির উদ্দিন চৌধুরী বলেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের ওপর যেকোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের অভিযোগ পেলে তা আইনানুগভাবে মোকাবিলার প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন শ্রীহাইল গ্রামের বাসিন্দা আলী আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।

এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সভায় বক্তব্য দেন। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাজনৈতিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন।

শ্রীহাইল গ্রামের পথসভা শেষে নাছির উদ্দিন চৌধুরী ও তাঁর সফরসঙ্গীরা ইসাকপুর, সীমের কান্দা, মনুয়া, সহদেব পাশা, কান্দিগাঁও ও ইয়ারাবাদ গ্রামে ধারাবাহিক গণসংযোগ করেন। এসব এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

দলীয় নেতারা জানান, শীতকালীন আবহাওয়া উপেক্ষা করে দিনভর এই ঝটিকা কর্মসূচির ফলে শাল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় পর্যায়ে দলের কর্মসূচি বাস্তবায়নে নতুন করে সমন্বয় জোরদার করা হয়েছে বলেও তাঁরা দাবি করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসনটি জেলার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত এই আসনে অতীতেও বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দল তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে।

শীর্ষ সংবাদ সারাদেশ