রাজনীতি ডেস্ক
সাবেক মন্ত্রী ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি ফাইজুন্নিসা মহিলা মাদ্রাসা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন।” তিনি উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপির মহাসচিব তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ সালে অর্জিত বিজয় শুধুমাত্র রাজনৈতিক অর্জন নয়, এটি জনগণের অধিকার ও গণতন্ত্রের বিজয়। তিনি বলেন, সেই বিজয়কে টেকসই করতে হলে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন।
বিএনপি প্রার্থী অভিযোগ করে বলেন, বিগত সময়ে ভোটাধিকার হরণ এবং নির্বাচনের নামে প্রহসনের কারণে সাধারণ মানুষের সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব দূর করতে হলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হওয়া জরুরি। তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ, গণতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানান।
আমান উল্লাহ আমান প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঢাকা-২ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করবেন। এছাড়া নদীভাঙন ও বন্যার সমস্যার স্থায়ী সমাধানেও তিনি কাজ করবেন।
দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে আমান উল্লাহ আমান রাজাবাড়ি, মালিভিটা, রসুলপুর, পিছলাকান্দি, চর কুন্দুলিয়া, কাইজার চর, আউরাহাটি, দরিগাঁও হয়ে বালুরটেকসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী, শ্রমজীবী ও যুব সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পথসভায় স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হয় এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


