রাজনীতি ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছে। দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নির্বাচনি পদযাত্রায় এ আহ্বান জানান। তিনি বলেন, এবারের ভোটের সঙ্গে একটি বিশেষ গণভোট অনুষ্ঠিত হবে, যা ভবিষ্যতের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।
বক্তব্যে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আরও উল্লেখ করেন, চাকরি প্রাপ্তি, অর্থের নিরাপত্তা, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে নাগরিকদের গণভোটে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “যদি চাকরি প্রাপ্তিতে স্বচ্ছতা চান, ব্যাংকে রাখা অর্থ নিরাপদ রাখতে চান এবং দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করতে চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”
এনসিপির মুখপাত্র গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার অবদানকেও স্মরণ করেন। তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া গণতন্ত্র রক্ষার আন্দোলনের ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ অঞ্চলের দেশপ্রেমিক জনগণ বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফলপ্রসূ অবদান রেখেছে। তবে অতীতে গণতান্ত্রিক সরকারের বঞ্চনার ফলে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যের মুখোমুখি হয়েছে।”
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া কওমী শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও শিক্ষা উন্নয়নেও গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “অর্ন্তবর্তীকালীন সরকারে দায়িত্ব নেওয়ার পর আমরা লক্ষ্য করেছি যে, আলেম-ওলামারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে না। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমী শিক্ষার্থীদের শিক্ষা, ইসলামি গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম ও প্রযুক্তি খাতে সমান সুযোগ দেওয়া হবে। তাদেরকে পিছনে রেখে উন্নয়ন বাস্তবায়ন করা হবে না।”
পদযাত্রার সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের শাপলা কলির প্রার্থী মো. আতাউল্লাহকে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় প্রদান করেন।
পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাসিন হাসান, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আলী এবং এনসিপির জেলা সদস্য সচিব আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।


