জামায়াতে ইসলামী নির্বাচন: সেবা ও ঐক্যের ওপর জোর

জামায়াতে ইসলামী নির্বাচন: সেবা ও ঐক্যের ওপর জোর

 

রাজনীতি ডেস্ক

কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, জাতি, বর্ণ ও ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার প্রক্রিয়া এবং রাজনৈতিক দলমতের ভিত্তিতে মানুষকে নির্মমভাবে অত্যাচার করা ও খুন-গুমের শিকার হওয়া দীর্ঘ সময়ের একটি সমস্যা। তিনি বলেন, এবারের নির্বাচনে সরকার গঠন হবে জনগণের সেবার লক্ষ্যে এবং নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেওয়া হবে না।

ডা. শফিকুর রহমানের বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, আগামী নির্বাচন নতুন প্রজন্মের নেতৃত্ব ও যুব সমাজকে প্রাধান্য দেবে। তিনি বলেন, ‘‘এই নির্বাচনের মাধ্যমে যে বাংলাদেশ গঠন করা হবে, তা হবে তারুণ্যের ও যৌবন দীপ্ত বাংলাদেশের প্রতিফলন। সকল বাধা দূর করে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাবো।’’ তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, তারা জোটের সঙ্গে মিলিতভাবে কাজ করুক, তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড যেমন ব্যাংক ডাকাতি, চাঁদাবাজি, অন্যায়কে প্রশ্রয় দেওয়া বা বিচারিক কাজে হস্তক্ষেপ করা চলবে না।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যে জুলাইয়ের কারণে আজ আমরা জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে।’’ তিনি যোগ করেন, ‘‘জুলাই সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করে ১৮ কোটি মানুষের স্বার্থে এগোতে হবে।’’

ডা. শফিকুর রহমান দেশে ধর্মীয় সহনশীলতা এবং সংখ্যালঘু অধিকার রক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, মুসলমান ছাড়া আরও তিনটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এই দেশে বসবাস করে এবং তাদের সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ নিশ্চিত করা হবে। রাষ্ট্র পরিচালনায় কোনো ধরনের ধর্মভিত্তিক পক্ষপাত থাকবে না; কেবল যোগ্যতা ও দেশপ্রেমকে গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষা খাতে সংস্কারের পরিকল্পনাও তিনি তুলে ধরেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমরা শিক্ষার কার্যকারিতা ও মান উন্নত করতে চাই। ‘বেটার এডুকেশন, বেটার নেশন’। একটি উন্নত জাতি গঠনে শিক্ষার মান অপরিহার্য।’’ তিনি জোর দিয়ে বলেন, আগামীতে যে কোনো সরকার গঠন করবে, তাকে জুলাই সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার দিতে হবে।

জনসভায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর এ্যাড. শাহজাহান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা ১০ আসনের প্রার্থী ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমানসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমানের বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে জনগণের সেবা, জাতীয় ঐক্য এবং শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে, পাশাপাশি আইন ও শৃঙ্খলা রক্ষা এবং সব ধর্ম ও সম্প্রদায়ের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

রাজনীতি শীর্ষ সংবাদ