যারা ধর্ম বিক্রি করছে, তারা আইনের দৃষ্টিকোণ থেকে অপরাধ করছে : শামা ওবায়েদ

যারা ধর্ম বিক্রি করছে, তারা আইনের দৃষ্টিকোণ থেকে অপরাধ করছে : শামা ওবায়েদ

 

রাজনীতি ডেস্ক

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী মাঠে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন। তিনি বলেন, যারা মুসলমানরা ফজর থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত ইসলাম ধারণ ও লালন করে, তাদের কাছে ধর্ম বিক্রি করার কোনো অধিকার নেই। যারা ধর্ম বিক্রি করছে, তারা আইনের দৃষ্টিকোণ থেকে অপরাধ করছে।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দলমত বা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রার্থী হিসেবে তিনি নিজের ওপর ভোট নির্ভর করার পরিবর্তে উপস্থিত নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, “প্রার্থী আমি নই, আপনারা সবাই প্রার্থী। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে এবং ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”

বিএনপি নেত্রী ভোট ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে বিবেচনা করা যাবে না। প্রতিটি ভোট তার কাছে মূল্যবান এবং শান্তি বজায় রাখতে মারামারি ও সংঘর্ষ এড়িয়ে চলা প্রয়োজন। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন এবং বলেন, “আপনাদের সঙ্গে পায়ে-পারা দিয়ে ঝগড়া করার চেষ্টা হবে, তার জন্য প্রস্তুত থাকুন।”

এছাড়া, নির্বাচনী এলাকায় অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ১৭ বছর আগে মাঝারদিয়া ইউনিয়নের রাস্তা-ঘাট ও মসজিদ-মাদরাসার অবস্থা যেমন ছিল, এখনো তেমনই রয়েছে। নির্বাচিত হলে তিনি রাস্তা, ঘাটসহ মসজিদ ও মাদরাসার উন্নয়নে উদ্যোগ নেবেন। তিনি ভোটারদের প্রতি আবেদন জানান, প্রতিটি ভোট তার কর্মকাণ্ডের সুযোগ হিসেবে গ্রহণ করবেন।

উঠান বৈঠকে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা সাহিদুজ্জামান সাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুবদল নেতা মিরান হোসেন, ইমরান হোসেন, ছাত্রদল নেতা সোহেল মাতুব্বরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচনী প্রচারণার মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ওপর জোর দিয়েছেন। তার বক্তব্যে দেশ ও এলাকার উন্নয়নের পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন ও ভোট প্রক্রিয়ার গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এ ধরনের উঠান বৈঠক স্থানীয় ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

এদিনের নির্বাচনী বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, ভোটারদের সচেতন করা এবং নির্বাচনী এলাকায় শৃঙ্খলা রক্ষায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

রাজনীতি শীর্ষ সংবাদ