রংপুরে নির্বাচনী জনসভায় কৃষিঋণ মওকুফসহ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা তারেক রহমানের

রংপুরে নির্বাচনী জনসভায় কৃষিঋণ মওকুফসহ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা তারেক রহমানের

রাজনীতি ডেস্ক

দীর্ঘ প্রায় দুই দশক পর রংপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের পর কৃষি ও সামাজিক খাতে একাধিক নীতিগত উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষকদের স্বস্তি দিতে কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ, এনজিও ঋণ পরিশোধে রাষ্ট্রীয় উদ্যোগ, নারী ও কৃষকদের জন্য আলাদা কার্ড বিতরণ এবং রংপুরকে কৃষিভিত্তিক শিল্পকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ওপর থেকে ঋণের চাপ কমাতে কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হবে। পাশাপাশি রংপুর অঞ্চলসহ সারাদেশে এনজিওগুলোর মাধ্যমে নেওয়া ঋণ পরিশোধে সরকার দায়িত্ব নেবে। তার ভাষ্য অনুযায়ী, এতে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং উৎপাদন কার্যক্রমে গতি আসবে।

রংপুরকে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক ও কার্যকর নেতৃত্ব। বিএনপি সেই নেতৃত্ব দিতে প্রস্তুত বলে তিনি দাবি করেন। তারেক রহমান জানান, রংপুর বিভাগকে কৃষিজাত পণ্যের শিল্পকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন ঘটে।

শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে আইটি কোম্পানিগুলোর জন্য কর ছাড় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এতে করে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে তার বক্তব্যে উঠে আসে।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় কয়লা খনির সম্ভাবনা নিয়েও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ আবু সাঈদের জন্মস্থান হিসেবে পরিচিত এ এলাকায় কয়লা সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করার পরিকল্পনার কথা জানান তিনি। তারেক রহমান বলেন, রংপুর অঞ্চলের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

নারী ও কৃষকদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দলমত নির্বিশেষে সকল মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একইভাবে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বিতরণের কথা উল্লেখ করেন তিনি, যার মাধ্যমে সরাসরি সহায়তা কৃষকের হাতে পৌঁছাবে। এছাড়া প্রত্যেক কৃষকের হাতে অন্তত একটি ফসলের বীজ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনা হবে। তিনি রংপুর অঞ্চলের উন্নয়নে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান এবং বিএনপিকে নির্বাচনে বিজয়ী করতে জনগণকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।

জনসভায় বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সমর্থন থাকলে রংপুরকে বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত অঞ্চলে পরিণত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সন্ধ্যা ৬টায় তারেক রহমান পীরগঞ্জ উপজেলার জাফর পাড়ায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের একাধিক নেতা বক্তব্য দেন। বক্তারা দলীয় কর্মসূচি, রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

রাজনীতি শীর্ষ সংবাদ