বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী পরিষদের ৭ম সভা আজ দুপুরে বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বিডা’র বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
সভায় বিডা’র নির্বাহী সদস্য মোঃ আলতাফ হোসেন ও নাভাস চন্দ্র মন্ডল, সচিব অজিত কুমার পাল এফসিএসহ বিডা’র সংশ্লিষ্ট পরিচালক ও উপপরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিডা’র অর্গানোগ্রাম ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতামতসহ দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ, বিদেশে বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে দ্রুত আন্তঃমন্ত্রণালয় মতবিনিময় সভা আহবান, দেশীয় শিল্প উদ্যোক্তাদের এষড়নধষ ঠধষঁব ঈযধর-এ সম্পৃক্তকরণে খরহশধমব উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধস বাস্তবায়নের আওতায় নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহের সহায়তা নিয়ে প্রশিক্ষণ মডিউল চূড়ান্তকরণ, ভারতসহ প্রতিবেশী দেশসমূহের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের সুফল সংক্রান্ত একটি উপস্থাপনা তৈরি ও এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা আহবান এবং উক্ত সভায় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্তিকরণ, রেমিটেন্স, রয়্যালটি, টেকনিকাল নো-হাউ ও অন্যান্য টেকনিক্যাল ফিস প্রত্যাবাসন প্রস্তাব অনুমোদন, পারমিশন ফি ফান্ড হতে ব্যয়, দেশি-বিদেশি বিভিন্ন স্যুভেনির ও ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রদান ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।