দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। আজ সকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ তাকে দেখতে যান। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোঃ শরফুদ্দিন আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন, সেকশন অফিসার দেবাশিষ বৈরাগীসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।
তাঁরা আহত সংসদ সদস্যের পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের নিকট মনোরঞ্জনশীল গোপালের চিকিৎসার খোঁজখবর নেন। তাঁরা তার উন্নত চিকিৎসায় যাতে কোন রকম গাফিলতি না হয় সে বিষয়ে সদা সতর্ক থাকার জন্য চিকিৎসকগণকে পরামর্শ দেন। এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে ডেপুটি স্পিকার ও চিফ হুইপকে জানান কর্তব্যরত চিকিৎসক।
এরপর ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ একই প্রতিষ্ঠানে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলীকে তার কেবিনে দেখতে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। ডেপুটি স্পিকার ও চিফ হুইপ শওকত আলী ও মনোরঞ্জন শীল গোপালের আশু আরোগ্য কামনা করেন।
এরপর বিএসএমএমইউ তে চিকিৎসাধীন বঙ্গবন্ধুর এক সহযোগী মাওলানা মোহাম্মদ হাতেম এবং অন্য এক সহকর্মী গফরগাঁও হতে নির্বাচিত সাবেক এমপি মোঃ আবুল হাশেম’ কে দেখতে যান ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ। তাঁরা অসুস্থদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু আরোগ্য কামনা করেন।