লাইসেন্স ছাড়াই চলছে ই-ওয়ালেট

  • ব্যাংকিং ব্যবস্থার বাইরে অনলাইনে লেনদেন
  • ই-ভ্যালি এক বছরেই লেনদেন করেছে শত কোটি টাকা বিনা অনুমতিতে সেবা দিচ্ছে গ্রামীণ ফোন ও রবি ব্যাংকগুলোকে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা করে জবাবদিহিতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের

রহিম শেখ ॥ ই-ওয়ালেট হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার বাইরে এ্যাপভিত্তিক অর্থ রাখার একটি ব্যবস্থা। এতে ইলেকট্রনিক ব্যবস্থায় টাকা জমা রেখে দেশের মধ্যে অনলাইনে লেনদেন করা যায়। কেন্দ্রীয় ব্যাংক ছয়টি প্রতিষ্ঠানকে পেমেন্ট সার্ভিস সেবাদাতা (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) লাইসেন্স দিয়েছে। একইসঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) দিচ্ছে ১৫ প্রতিষ্ঠান। কিন্তু অনুমোদনহীন কমপক্ষে ২০টি প্রতিষ্ঠান দেশে ই-ওয়ালেট কার্যক্রম চালাচ্ছে। এরমধ্যে রয়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-ভ্যালি’র পাশাপাশি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ‘জিপে ওয়ালেট’ ও রবি’র ‘চলবে রবি’। শর্ত ও নীতি না মানায় ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক ‘জিপে’ বন্ধের নির্দেশ দিলেও মানেনি গ্রামীণফোন। সরাসরি এসব সেবা বন্ধের সুযোগ না থাকায় গত মার্চে ব্যাংকগুলোকে সম্পর্ক ছিন্ন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তারপরও অবাধে চলছে এসব কার্যক্রম। কোন প্রতিষ্ঠান ক্লোজড ই-ওয়ালেট নামে, কোন প্রতিষ্ঠান আবার নিজের বানানো নীতিমালা তৈরি করে ই-ওয়ালেট কার্যক্রম চালাচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলো লেনদেন করলে আর্থিকখাতে বিপদ বাড়বে। অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে পুরো খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এ কারণে নীতিমালা করে এইসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

জানা গেছে, ব্যাংক এ্যাকাউন্ট থেকে অনলাইনে লেনদেন করতে হলে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা থাকতে হয় অথবা ওই এ্যাকাউন্টের বিপরীতে ডেবিট বা ক্রেডিট কার্ড থাকতে হয়। কিন্তু ই-ওয়ালেটে এর দরকার হয় না। ই-ওয়ালেট হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার বাইরে এ্যাপভিত্তিক অর্থ রাখার একটি ব্যবস্থা। এতে ইলেকট্রনিক ব্যবস্থায় টাকা জমা রেখে দেশের মধ্যে অনলাইনে লেনদেন করা যায়। মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপে নির্দিষ্ট এ্যাপের মাধ্যমে এক এ্যাকাউন্ট থেকে অন্য এ্যাকাউন্টে গ্রাহক নিজেই অর্থ স্থানান্তর করতে পারেন। কয়েকটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিও মোবাইল এ্যাপের মাধ্যমে সেবা দিচ্ছে। ওইসব এ্যাপ দিয়ে অনলাইন কেনাকাটায় বিল পরিশোধের সুযোগ রয়েছে। ২০১৫ সালে কেন্দ্রীয় ব্যাংক প্রথম এই সেবা চালু করে। ওই বছরেই পেইজা নামের ই-ওয়ালেট প্রথম কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পায়। এরপর ২০১৮ সালের দিকে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয় লন্ডনভিত্তিক অনলাইন পেমেন্ট গেটওয়ে পেইজা। এছাড়া পেইপ্যাল নামের আরও একটি ই-ওয়ালেট ব্যবস্থা দেশে কাজ করার অনুমোদন পেয়েছে। তবে পেইপ্যাল শুধু বিদেশ থেকে দেশে অর্থ আনার কাজে ব্যবহার হবে। জনপ্রিয় রাইড শেয়ারিং এ্যাপ ‘পাঠাও’ কিছুদিন আগে নতুন সেবা ‘পাঠাও পে’ চালু করতে চেয়েছিল। তবে এই সেবা যুক্ত করার অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। যদিও অনুমোদনের আগেই ছয় সপ্তাহ এই সেবা চালু রেখেছিল পাঠাও। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম জানান, ‘পাঠাও আমাদের কাছে ওয়ালেট সেবা চালুর অনুমোদন চেয়েছিল, নীতিগত কারণে যার অনুমতি বাংলাদেশ ব্যাংক দেয়নি’। জানতে চাইলে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস জানান, ‘আমাদের সেবাটি ছিল ক্লোজড ওয়ালেট, যার কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা বাংলাদেশে নেই। তাই আমরা অনুমতি পাইনি।’

জানা যায়, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে ছয়টি প্রতিষ্ঠান পেমেন্ট সার্ভিস সেবাদাতা (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) কার্যক্রম চালাচ্ছে। এরমধ্যে আইপে সিস্টেম, ডি মানি ও ক্যাশবাবা পেয়েছে পিএসপি লাইসেন্স। আর পিএসও লাইসেন্স আছে আইটি কনসালট্যান্ট, এসএসএল কমার্স ও সূর্যমুখী লিমিটেডের। এর বাইরে মোবাইলে আর্থিক সেবা (এমএফএম) দেয়া প্রতিষ্ঠানগুলোও কেনাকাটা, বিল পরিশোধ ও লেনদেন সুবিধা দেয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ১৫টি ব্যাংক এ সেবা দিচ্ছে। এগুলো হলো ব্র্যাক ব্যাংকের বিকাশ, ডাচ্-বাংলার রকেট, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ, সাউথইস্ট ব্যাংকের টেলিক্যাশ, ওয়ান ব্যাংকের ওকে, মার্কেন্টাইল ব্যাংকের মাই ক্যাশ, প্রাইম ব্যাংকের প্রাইম ক্যাশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের স্পট ক্যাশ, ট্রাস্ট ব্যাংকের মোবাইল মানি, মেঘনা ব্যাংকের ট্যাপ এন পে। এছাড়া রূপালী, ফার্স্ট সিকিউরিটি, বাংলাদেশ কমার্স ও যমুনা ব্যাংক দিচ্ছে শিওর ক্যাশ সেবা। খোঁজ নিয়ে জানা গেছে, অনুমোদনহীন কমপক্ষে ২০টি প্রতিষ্ঠান দেশে ই-ওয়ালেট কার্যক্রম চালাচ্ছে। যাদের কোন লাইসেন্স নেই। লেনদেন করার অনুমতিও নেই। এরমধ্যে রয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি, প্রিয়শপ, মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ‘জিপে ওয়ালেট’, রবি’র ‘চলবে রবি’, ইলেকট্রনিক পেমেন্ট এ্যাসোসিয়েশনের নামে তৈরি করা ‘ই-পেমেন্টস : ওয়ালেট এ্যান্ড কার্ড’, ‘বিটকয়েন ওয়ালেট’।

শর্ত ও নীতি না মানায় ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক ‘জিপে’ বন্ধের নির্দেশ দেয়, কিন্তু তা মানেনি গ্রামীণফোন কর্তৃপক্ষ। এরপর অবৈধভাবে চলছে ‘জিপে’। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক বিটিআরসিকে বলেছে, এ ঘটনা সামগ্রিক অর্থনীতি ও মুদ্রানীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। তারপরও পুরো বিষয়টি নিয়ে গ্রামীণফোনের কোন প্রতিক্রিয়া নেই। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ‘আমরা ‘জিপে’ সেবাটি বন্ধ করে দিতে গ্রামীণফোনকে চিঠি দিয়েছিলাম। কিন্তু এখনও তারা এই সেবাটি বন্ধ করেনি।’ এছাড়া সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি পরিমাণে ই-ওয়ালেট খুলে অবৈধ লেনদেন করেছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-ভ্যালি’। কোম্পানিটির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত এক বছরেই নিজস্ব ওয়ালেটে গ্রাহকের কয়েক শ’ কোটি টাকা লেনদেন করেছে ‘ই-ভ্যলি’। ওই সূত্র মতে ই-ভ্যালিতে পণ্য না পেয়ে অনেক সময় ক্রেতা যখন বিরক্ত হয়ে অর্ডার বাতিল করে দেন তখন তার টাকা জমা হয় ই-ওয়ালেটে। পণ্যের সরবরাহ না থাকায় ই-ভ্যালি নিজেও বাতিল করে দেয় অর্ডার। তখনও গ্রাহকের টাকা ই-ওয়ালেটে জমা হয়। টাকা আর ফেরত পান না গ্রাহক বরং অন্য পণ্য কিনে উসুল করতে হয়। উদাহরণ দিয়ে ই-ভ্যালির বঞ্চিত একজন গ্রাহক জনকণ্ঠকে জানান, কেউ একজন আসুসের ল্যাপটপ কিনবেন বলে অর্ডার দিলেন। টাকাও জমা দিলেন। এক থেকে দুই মাস পর ই-ভ্যালি তাকে জানাল যে পণ্যটির সরবরাহ নেই। সরবরাহ আছে বেশি দরের অন্য ব্র্যান্ডের ল্যাপটপ। গ্রাহক সেটাই নিতে বাধ্য হন। কিন্তু পুরো প্রক্রিয়াটিই অবৈধ। জানতে চাইলে ই-ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল জনকণ্ঠকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যে ওয়ালেটের কথা বলছে আমাদের সে ধরনের ওয়ালেট নেই। তাই লাইসেন্স নেয়ার দরকার নেই।’ এদিকে প্রতিষ্ঠানটির অভিনব ব্যবসায়িক কৌশল খতিয়ে দেখতে তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার টিমগুলোও প্রতিষ্ঠানটির কাজকর্ম মনিটরিং করছে। সম্প্রতি ই-ভ্যালি ডটকম লিমিটেড এবং এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের সব ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আগেই ব্র্যাক, দ্য সিটি ব্যাংক ও লঙ্কাবাংলা ফাইন্যান্স ঘোষণা দেয়, তাদের কার্ড ই-ভ্যালির কেনাকাটায় ব্যবহার করা যাবে না। যোগাযোগ করলে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেইন বলেন, ‘আমরা চাই না আমাদের গ্রাহকেরা সামান্যতমও ঝুঁকির মধ্যে থাকুন। তবে অনুসন্ধান শেষে একটি সুন্দর সমাধানের পথ বের হলে অবশ্যই আমরা স্থগিতাদেশ তুলে নেব।’ জানতে চাইলে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, ‘ই-ভ্যালির বিপণনের ধরন নিয়ে বহু আগেই প্রশ্ন উঠেছে। ১০০-১৫০ শতাংশ অফার বাজারে সুস্থ প্রতিযোগিতার জন্য হুমকিস্বরূপ। সেটা আবার নিজস্ব ওয়ালেটে জমা হওয়ার বিষয়টি পুরোপুরি বেআইনী। বিষয়টি বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে বলে আশাকরি।

অনুমোদনহীন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোকে সম্পর্ক ছিন্নের নির্দেশ ॥ অনুমোদনহীন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) সঙ্গে কোন ধরনের সম্পর্ক না রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠান ব্যাংকগুলোর কোন সেবা দিতে পারবে না, এমনকি কোন হিসাবও রাখতে পারবে না। মুদ্রা ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক গত মার্চে এ নির্দেশনা জারি করেছে। সব ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস), পিএসও এবং পিএসপিকে এ নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া যেসব প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং, পিএসপি ও পিএসও সেবা দিচ্ছে তাদের সঙ্গে ব্যাংকগুলো কোন যোগাযোগ রাখতে পারবে না। জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম বলেন, অবৈধ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলো কোন সংযোগ রাখতে পারবে না। আর্থিক খাতে দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। কারণ অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে পুরো খাতে নেতিবাচক প্রভাব পড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়াই কিছু প্রতিষ্ঠান পিএসপি ও পিএসও কার্যক্রম চালাচ্ছে যা আইনসিদ্ধ নয়। অনুমোদনহীন প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম কোন কারণে বন্ধ হলে বা তাদের গ্রাহকরা প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হলে এ সংক্রান্ত বৈধ কার্যক্রমের ওপর গ্রাহকদের আস্থা নষ্ট হবে। এছাড়া অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো ইলেকট্রনিক পদ্ধতিতে কৃত্রিম অর্থ সৃষ্টি করে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মুদ্রা ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন ছাড়া যেসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে তাদের জন্য কোন ব্যাংক কাস্টডিয়ান হিসাব বা ট্রাস্ট কাম সেটেলমেন্ট এ্যাকাউন্ট সেবা দিতে পারবে না। পাশাপাশি ব্যাংকগুলো অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা ও লেনদেন পরিচালনা করতে পারবে না। এছাড়া অনুমোদনহীন প্রতিষ্ঠানের পক্ষে পেমেন্ট গেটওয়ে বা মার্চেন্ট এগ্রিগেশন সেবা প্রদান করা যাবে না।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ