ঘন কুয়াশার কবলে পড়েছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটা থেকে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত সাত ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। সকাল নয়টার পর চালু হয়েছে ফেরিসহ সব নৌযান চলাচল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে চারটি ফেরি। দুর্ভোগে পড়েন উভয় ঘাটে আটকা পড়া গাড়ির যাত্রী ও চালকেরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, কাল মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে একপর্যায়ে সামনের সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। উপায় না পেয়ে চালকদের পরামর্শে দুর্ঘটনা এড়াতে রাত দুইটার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আবু আবদুল্লাহ আরও বলেন, সাত ঘণ্টার মতো ফেরি বন্ধের কারণে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে এবং দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এর মধ্যে দৌলতদিয়া প্রান্তে অন্তত তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।