রাজশাহী-পার্বতীপুর স্পেশাল ট্রেন চলবে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত

রাজশাহী ও পার্বতীপুর স্পেশাল ট্রেন ঈদের আগে ৪ দিন অর্থাৎ ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। মন্ত্রী আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। এ দু’টি স্পেশাল ট্রেন পূর্বে ঈদপূর্ব ৩ দিন চলার ঘোষণা দেয়া ছিল।
মন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধার্থে এবার ২৩টি টিকিট কাউন্টার খোলা হয়েছে যার মধ্যে ২টি মহিলা কাউন্টার। কালোবাজারি রোধে জিআরপি, আরএনবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। তাছাড়া রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন যাতে টিকিট বিক্রিতে কোনো অনিয়ম না হয়।
তিনি সকালে কমলাপুরে টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও লাইনে দাঁড়ানো লোকজনের সাথে কথা বলেন। আজ ২২ জুনের অগ্রীম টিকেট দেয়া হচ্ছে।
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয়