কালশীর বস্তিতে আগুনে পুড়ে গেছে ৫৫ ঘর

রাজধানীর মিরপুরের কালশীর খিচুড়িপট্টি বস্তিতে গতকাল দুপুরে আগুনে পুড়ে যায় ৫৫ ঘর। ছবি : কালের কণ্ঠ

রাজধানীর মিরপুর সেকশন ১১-এর কালশীর খিচুড়িপট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৫টি ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ওই বস্তিতে আগুন লাগে

বস্তিটিতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বসবাস। যখন ওই বস্তিতে আগুন লাগে, তখন সেখানকার মানুষের বেশির ভাগ নানা কর্মস্থলে ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ছুটে এলেও ঘরের মালপত্র রক্ষা করতে পেরেছেন অল্পসংখ্যক মানুষ। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় দুই ঘণ্টার চেষ্টায়
তাদের ছয়টি ইউনিট বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুরুতে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কে বস্তিবাসী এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মিরপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুর রহমান গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। কোনো নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবে বস্তির লোকজন দাবি করছে, পরিকল্পিতভাবে কেউ আগুন লাগাতে পারে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সব কিছু খতিয়ে দেখবে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার জীবন মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘দুপুর ১টা ৫৫ মিনিটে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ 

জাতীয় শীর্ষ সংবাদ