ট্রাম্প মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন

ওয়াশিংটন, ১৪ জানুয়ারি, ২০২১ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার এবং সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হওয়ার পর তার প্রথম মন্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিশংসনের কথা একেবারে উল্লেখ না করে এড়িয়ে যান। খবর এএফপি’র।
ভিডিও করা এ ভাষণে ট্রাম্প ‘এ মুহূর্তে আবেগ পরিহার করতে এবং একজন আমেরিকান নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ থাকতে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন।’
এক সপ্তাহ আগে কংগ্রেসের ওপর হামলা চালানো তার সমর্থকদের অস্বীকার করে প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসনের কথা এড়িয়ে ট্রাম্প বলেন, ‘সহিংসতার জন্য কখনো আত্মপক্ষ সমর্থন করা যায় না। এক্ষেত্রে কোন ক্ষমা নেই, কোন যুক্তি নেই। আমেরিকা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ।’
তিনি বলেন, ‘গত সপ্তাহে কংগ্রেস ভবনে হামলায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ