নৌপরিবহন মন্ত্রণালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে সংস্থা প্রধানদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্য পূরণে ‘মনিটরিং টিম’ গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস কক্ষে মন্ত্রণালয়ের সাথে এর আওতাধীন ১১টি দপ্তর ও সংস্থার ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উক্ত নির্দেশনা দেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় মন্ত্রণলয়ের পক্ষে এবং ১১টি সংস্থার প্রধানগণ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।
সংস্থাগুলো হলো- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন অধিদপ্তর, জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, পায়রা বন্দর কর্তৃপক্ষ।
শাজাহান খান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহে ব্যাপক কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিগত সময়ের চেয়ে সংস্থাগুলোর কর্মকা- অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের সঠিক দিক নির্দেশনায় নৌপরিবহন মন্ত্রণালয় উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়ন করে চলেছে। আগামী অর্থ বছরকে (২০১৭-১৮) চ্যালেঞ্জ হিসেবে নিয়ে শতভাগ কাজ সম্পন্ন করতে সংস্থা প্রধানদের পুনরায় নির্দেশনা দেন।

জাতীয়