বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সুশিক্ষিত ও মানবিক গুণাবলীসম্পন্ন সন্তান দরকার — প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, গঠনমূলক চিন্তা-চেতনা-বিশ্বাস এবং সুস্থ মনের অনুভূতি ও সুস্থ মুল্যবোধের আলোকে এমন নাগরিক গড়তে হবে, যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে। সকলের স¦তঃস্ফূর্ত ও সমনি¦ত প্রচেষ্টার মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি আজ ঢাকায় গণপূর্ত মিলনায়তনে নারায়ণগঞ্জ অফিসার্স ফোরাম আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের পক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার সন্তানদের এ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিবন্ধনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, এক হাজার টাকার প্রাইজবন্ড ও একটি শুভেচ্ছা স্মারক বিতরণ করেন।

ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছেত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল হক বক্তব্য রাখেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, প্রকৃত বিদ্যা অর্জন করে সুশিক্ষিত মানবসম্পদ হয়ে জাতিকে এগিয়ে নিতে হবে, গড়তে হবে সুস্থ সমাজ ও দেশ। এজন্য শিক্ষার্থীদের সঠিক পাঠ অনুশীলন করতে হবে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার নেতৃত্ব দেওয়ার জন্য এ মাটির, এ দেশের একটি সুশিক্ষিত ও মানবিক গুণাবলী সম্পন্ন সন্তান দরকার। এ জন্য সুশিক্ষার বিকল্প নেই। তাদেরকে স¦াধীনতার সঠিক ইতিহাস জানতে হবে, লালন করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা। তিনি সরকারের পাশাপাশি সাংগঠনিক ও ব্যক্তি উদ্যোগে সমাজ গঠনের জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্দীপনামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নির্মল আনন্দ ও সৃজনশীল অনুপ্রেরণা যোগাবে এবং ছাত্রছাত্রীদের মেধা ও মননশীলতা বিকাশে অত্যন্ত সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

জাতীয়