ফাইনালের আগে পাকিস্তানের প্রশংসায় বিরাট

ফাইনালের আগে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত ভারত-পাকিস্তান দু’দলই। মাঠে নেমে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় তারা। ওভালের মহারণের আগে এটাই ভারত-পাকিস্তানের শিবিরের ছবি এটি। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মুখে শোনা গেল পাকিস্তানের প্রশংসা।

আইসিসি টুর্নামেন্টের মুখোমুখি লড়াইয়ে ভারত প্রতিবেশীর থেকে অনেক এগিয়ে থাকলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক এই পরিসংখ্যানকে পাত্তাই দিচ্ছেন না। নাটকীয়ভাবে প্রত্যাবর্তনের পর স্বপ্নের ফাইনাল। তাই পাকিস্তানি অধিনায়ক সরফরাজের মুখেও শোনা গেল পজিটিভ ক্রিকেটের কথা।

এই একটা ম্যাচের জন্য তাকিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। সবথেকে বেশি দর্শক, টিআরপি। সেরা বিনোদন। ২ সপ্তাহের মধ্যে আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ লিগের পর ফাইনাল। ক্রিকেট দুনিয়ার সবথেকে উত্তেজক ম্যাচের আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন দুই অধিনায়ক। ট্রফি নিয়ে হাসি মুখে ছবিতে পোজ দিলেও দুই অধিনায়কের চোখে-মুখে ফাইনালের অঙ্ক।

মহারণের আগে অসম্ভব শান্ত দেখাল বিরাট কোহলিকে। মাঠে যে মেজাজে ভারত অধিনায়ককে পাওয়া যায় তার ঠিক উল্টো। আইসিসির যে কোনও টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ১৪-২-এ এগিয়ে ভারত। এসব তথ্য মাথাতেই আনতে চান না বিরাট। তিনি বুঝিয়ে দিয়েছেন এইসব ম্যাচে পরিসংখ্যান, ইতিহাস চলে না। এটা তার কাছে আরও একটা ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিলেও, তার সঙ্গে ফাইনালের মিল খুঁজতে চান না কোহলি।

তিনি জানালেন, “কোন দল জিতবে তার কোনও গ্যারান্টি নেই। যে দলের মনের জোর বেশি, তারাই শেষ হাসি হাসবে। নিজেদের দিনে পাকিস্তান যে কোনও দেশকে হারাতে পারে। প্রত্যেকেই ওদের প্রতিভা এবং ক্ষমতা সম্পর্কে সচেতন। ”

খেলাধূলা