সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই জন।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু ১৩নং পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, বগুড়া জেলার তিংগাসপুর গ্রামের রাজু সেখের ছেলে ট্রাক হেলপার মিরু, সাতরাস্তা এলাকার হাফিজুর রহমানের ছেলে শুকুর আলী (২৬)।
আহতেরা হলেন, বগুড়া জেলার মহাস্থানগড় এলাকার আকতার হোসেনের ছেলে আশিক (২২), চকসুত্রাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেন (২৭)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আবু দাউদ জানান, উত্তরবঙ্গ থেকে মুরগী বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। শনিবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু ১৩নং পিলারের কাছে পৌছলে পেছন থেকে দুইটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান মুরগী বোঝাই ট্রাকটিকে স্বজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মিরু নামে এক হেলপার নিহত হন। এ সময় আরো তিন ব্যবসায়ী আহত হয়ন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার সময় শুকুর আলী মারা যান।