মুহূর্তেই শেষ চার দম্পতি ও তাঁদের সাত সন্তানের জীবন

We use cookies to tailor your experience, measure site performance and present relevant advertisements. By clicking the “ok” button, you agree that cookies can be placed in accordance with our Privacy Policy.
দুর্ঘটনার পর পুড়ে যাওয়া মাইক্রোবাস। আজ শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে

দুর্ঘটনার পর পুড়ে যাওয়া মাইক্রোবাস। আজ শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে
ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে নিহত ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের সবার বাড়িই রংপুরের পীরগঞ্জ উপজেলায়। এঁদের মধ্যে চারটি পরিবারের ১৬ জন ছিলেন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালী থানার সামনে রাজশাহী-নাটোর সড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে যায়। আগুনে পুড়ে মারা যান মাইক্রোবাসের ১৭ যাত্রী। স্বাধীনতা দিবসের ছুটিতে তাঁরা সবাই রংপুর থেকে রাজশাহীতে বেড়াতে আসছিলেন। পুড়ে চেহারা বিকৃত হয়ে যাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহত যাত্রীদের সবার লাশ শনাক্ত করা যায়নি। চিকিৎসকেরা বলছেন, ডিএনএ পরীক্ষা ছাড়া এঁদের চিহ্নিত করা কঠিন হবে।

আরও পড়ুন

রাজশাহীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুন, নিহত ১৭

দুর্ঘটনার পর পুড়ে যাওয়া মাইক্রোবাস। আজ শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ১৭ জনের বাড়ি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে। এর মধ্যে চৈত্রকোল ইউনিয়নের বড়রাজাপুর গ্রামের একই পরিবারের পাঁচজন, রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের একই পরিবারের পাঁচজন, রায়পুর ইউনিয়নের দাড়িকাপাড়া গ্রামের একই পরিবারের তিনজন, পৌর এলাকার প্রজাপাড়ার একই পরিবারের তিনজন এবং দুরামিঠিপুর গ্রামের একজন।

জাতীয় শীর্ষ সংবাদ