নিজস্ব প্রতিবেদনঃ উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি কবি জাকারিয়া খান চৌধুরী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের সঞ্চালনায়, উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি ও দৈনিক মানব কন্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক কবি জাকারিয়া চৌধুরী ও উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের মরহুমা মাতার জন্য আলোচনা সভা পরবর্তী এবং ইফতার পূর্ববর্তী এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার অনুষ্ঠানে রাসিদুল হাসান বুলবুলের সভাপত্বিতে ক্লাবের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদু উপস্থিত ছিলেন। কবি সৌমিত্র দেব তার স্মৃতিচারণে জানান, কবি জাকারিয়া চৌধুরী একজন মানবতাবাদী দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তিনি আরও বলেন, সেই ব্রিটিশ আমলে কিশোর বয়সেই তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন । আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান ছিল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছের মানুষ ছিলেন। ছিলেন জিয়াউর রহমান সরকারের উপদেষ্টাও । যোগ্যতা ও দেশপ্রেমের কারণেই এটা সম্ভব হয়েছিল । এ দেশে গণমাধ্যমের সঙ্গেও আমৃত্যু জড়িত ছিলেন জাকারিয়া চৌধুরী । উত্তরা মিডিয়া ক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি জাকারিয়া চৌধুরী স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাকারিয়া চৌধুরী স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশেরো উদ্যোগ নেয়া হয়। উক্ত শোক সভাটি আয়োজন করেছে উত্তরা মিডিয়া ক্লাব এবং সহযোগিতায় ছিল অনলাইন বার্তা সংস্থা নিউজ২১বিডিডটনেট।
সভায় উত্তরা মিডিয়া ক্লাবের সিনিয়র সহ সভাপতি রাসিদুল হাসান বুলবুল ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হয়েছেন। এছাড়া উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেডটাইমসের প্রধান সম্পাদক সৌমিত্র দেবকে সিনিয়র সহ সভাপতি, জাহাঙ্গীর চৌধুরী ও মাসুম বিল্লাহকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত আরও উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ সেলিম কবির, জনাব আজাহারুল ইসলাম মোল্লা, নাফিস মাহবুব, মাসুম বিল্লাহ,আনহার সাসমাদ, সাইফুল ফারুকী, মুবিনুল ইসলাম, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, সুমাইয়া জামান, মায়না খাতুন ময়না, প্রিয়াঙ্কা খান,মম আলী, খোকা আমীন প্রমুখ।