করোনা ভাইরাস গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার পর এতে মৃত্যু বেড়ে গেছে। কারণ এসব দ্ররিদ্র এলাকায় স্বাস্থ্য সুবিধা অপ্রতুল।
নতুন মৃত্যুর এ সংখ্যা নিয়ে ভারতে করোনায় মোট মারা গেছে ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান।
এদিকে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ৬৭ হাজারেরও বেশি লোক। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ। সংক্রমণের এ ধারা চলতে থাকলে জুনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত।
তবে গত তিন দিন ধরে সংক্রমণ তিন লাখের নিচে থাকায় দেশটির কর্তৃপক্ষ বলছে, তীব্রতা কমে পরিস্থিতি এখন স্থিতিশীল।