চিরিরবন্দরে সবজি ক্ষেতের উপর প্রতিশোধ

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
ছয় সদস্য পরিবারের মুখে এক মুঠো খাবার তুলে দিতে এক ফালি জমিতে চাষ করা হয়েছে পটল ও মরিচ। লকলকে বেড়ে উঠা গাছগুলোতে সবেমাত্র পটল ও মরিচ ফলছে। গত ১৫ দিনে প্রায় ২০ হাজার টাকা পটল ও মরিচ বিক্রি করেছে ওই সবজি চাষী। একদিকে যখন আশায় বুক বাঁধতে ছিল ওই চাষী ঠিক সেসময় এলাকার একটি চক্র প্রতিহিংসায় রাতের আঁধারে কেটে দিয়েছে পটল ও মরিচের গাছগুলো।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী গ্রামের মন্ডল পাড়ার কৃষক আকতার হোসেনের সবজি ক্ষেতে। ওই গ্রামের সবজি চাষী আকতার হোসেন দিনরাত পরিশ্রম করে পটল ও মরিচের চাষ করে। যার আয় দিয়ে ৬ সদস্য পরিবারের মুখে তুলে দেয় খাবার আর যোগান দেয় তিন সন্তানের লেখাপড়ার খরচ। কিন্তু গত শনিবার দিবাগত রাতে দূবৃর্ত্তরা পটল ও মরিচের গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে। কান্নায় ভেঙ্গে পড়েছে ওই চাষীসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। গ্রামের অন্যান্য সবজি চাষীরা এমন অমানবিক কান্ড দেখে অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত সবজি চাষীর ছোট ভাই মোজাম্মেলর হক জানান, শনিবার সবজি ক্ষেত সংলগ্ন ধানের চারাক্ষেত নিয়ে পার্শ্ববর্তী গ্রাম মন্ডলপাড়ার আলামিনের পরিবারের সাথে বড় ভাই আকতারের বচসা হয়। তারই প্রতিশোধ হিসেবে পটল ও মরিচ ক্ষেত দুটি বিনষ্ট করেছে আলামিন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এমন অমানবিক কর্মকান্ডের জন্য আকতার হোসেনের বিনষ্ট ফসল হাতে নিয়ে দোষীদের বিচারের দাবী জানিয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আকাতার হোসেন জানান, আলামিনের পরিবারকে দায়ী করে আইনের আশ্রয় নেবে বলে তিনিসাংবাদিকেদর নিশ্চিত করেছেন।

সারাদেশ