সোনাগাজী প্রতিনিধি
মুঠোফোনে কল করে নারী কণ্ঠে কথা বলে ও সামাজিক মাধ্যম ফেসবুকে সুন্দরী তরুণীদের ছবি ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়তেন ছাত্রলীগকর্মী ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলামসহ কয়েকজন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন তরুণের সঙ্গে এমন সম্পর্ক গড়ে ডেকে এনে সর্বস্ব ছিনিয়ে নিতেন তারা। সর্বশেষ মো. আইয়ুব খান (২৮) নামে এক এনজিও কর্মীর সঙ্গে কথা বলা ও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তারা। তার কাছ থেকেও সর্বস্ব কেড়ে নেওয়া হয়। তবে এবার পার পাননি ছাত্রলীগের এসব কর্মী। গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে।
‘সাজেদা ফাউন্ডেশন’ নামে একটি এনজিও’র চট্টগ্রামের ভুজপুর শাখার অফিস সহকারী হিসেবে কাজ করেন ভুক্তভোগী আইয়ুব খান। তার বাড়ি ভুজপুর থানার জজখোলা মহানগর এলাকায়। গত শুক্রবার সন্ধ্যায় তাকে ডেকে এনে সর্বস্ব লুটে নেয় ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলামসহ আরও কয়েকজন। সোনাগাজী-কাশ্মীর বাজার সড়কের পৌরসভার চর গনেশ এলাকায় ঘটনাটি ঘটে।
পরে শুক্রবার রাতেই বাদি হয়ে সোনাগাজীর স্থানীয় ছাত্রলীগ কর্মী ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিকসহ অজ্ঞতানামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন আইয়ুব। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাদের আদালতে তোলা হয়, পরে বিচারক তাদের কারাগারে পাঠান।