এসপিসির টাকা ফেরতের ব্যবস্থা করে চুক্তি বাতিল করা উচিত ছিল মাশরাফির

এসপিসির টাকা ফেরতের ব্যবস্থা করে চুক্তি বাতিল করা উচিত ছিল মাশরাফির

জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন- একজন আইন প্রণেতা ও সাংসদ শুধু মাত্র উকিল নোটিশ দিয়ে দায় এড়াতে পারেন না কারণ তার বুঝতে হবে তিনি কোন সাধারণ লোক না । তিনি হচ্ছেন সমগ্র বাংলাদেশের ক্রিকেটপ্রেমী এবং মাশরাফিভক্ত আইকন । তিনি এসপিসির মতো ফাঁদ পাতা প্রতিষ্ঠান এম এল এম কোম্পানির সাথে চুক্তি হওয়ার পৃর্বে খোঁজ খবর নিয়ে চুক্তিবদ্ধ হওয়া দরকার ছিল । কারণ এই কোম্পানিতে মাশরাফি বিন মতুজা চুক্তি বদ্ধ হওয়ার পৃর্বে এর সদস্য ছিল মাত্র ২২ লাখ ২৬ হাজার ৬৬৮ জন সদস্য আর এখন প্রায় ৫১ লাখের মতো । দেশের ক্রিকেটপ্রেমি ও মাশরাফিভক্ত এবং ক্রিকেটের আইকন যখন এমন প্রতিষ্ঠানে তখন অনেকেই সন্দেহ বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা এসপিসিতে বিনিয়োগ করেছেন এটাই ষ্বাভাবিক । সাধারণ জনগনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে এসপিসির সাথে চুক্তি বাতিল করে ফেসবুক পোস্টে দিলে জনগন উপকৃত হতো। আর এখন যদি এই কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে ৫১ লক্ষ মানুষের টাকার কি হবে? যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে ৫১ লক্ষ লোক জড়িত তাই এই প্রতিষ্ঠানকে সরকারের আওতায় নিয়ে কার্যক্রম করার দাবি জানাই।

অর্থ বাণিজ্য জাতীয় শীর্ষ সংবাদ