রোগী ভাগিয়ে নেওয়া হয় এমপির ক্লিনিকে!

রোগী ভাগিয়ে নেওয়া হয় এমপির ক্লিনিকে!

রাজধানীর শেরেবাংলা নগরের ঢাকা শিশু হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, একজন সংসদ সদস্যের স্বজনেরা এই সিন্ডিকেটের সদস্য। ঐ সংসদ সদস্যের ১১ জন স্বজন শিশু হাসপাতালে কর্মরত। এর মধ্যে এক জন ডাক্তার না হয়েও চিকিৎসকের পদ দখল করে আছেন। তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত।

দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ চক্র হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করাচ্ছে। সেখানে চিকিৎসার নামে এসব রোগীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে আইসিইউ ও সিসিইউ সাপোর্টের প্রয়োজন হলে সিট খালি নেই বলে তাদের বেসরকারি ঐ ক্লিনিকে যেতে বাধ্য করা হচ্ছে। বেসরকারি ক্লিনিকটির মালিক ঐ সংসদ সদস্যসহ আট জন চিকিত্সক।

এদিকে ঢাকা শিশু হাসপাতালের সামনে ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট। বছরের পর বছর এ রকম চললেও এগুলো দেখার যেন কেউ নেই। অবৈধভাবে ফুটপাত দখলে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তার স্বজনসহ পথচারীরা। ফুটপাত দখল করে দেওয়া হয়েছে খাবারের হোটেল, ওষুধের দোকান, ফলের দোকান, জুতার দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান। সড়কে বসানো হয়েছে চিকিত্সা সরঞ্জামের দোকান।https://www.ittefaq.com.bd/

Others