“আমার দক্ষতা আনে আমার জীবিকা” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দেশে তৃতীয়বারের মতো বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টেলিকম ট্রেনিং সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা ও উন্নয়ন পরিষদ-এনএসডিসি সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে বলে সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করছে। তিনি বলেন, বিপুল পরিমাণে দক্ষ জনশক্তি তৈরিতে বর্তমান শিক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে হবে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শীঘ্রই সরকার ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর সদস্যপদের জন্য আবেদন করবে এবং ২০১৯ সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ২২টি মন্ত্রণালয়, ৩৫টি বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ২০১৪ সালে জাতিসংঘ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী মানবসম্পদ তৈরির বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ২০১৫ সাল থেকে বাংলাদেশে এনএসডিসির উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।