আইএমও কাউন্সিলে যোগ দিতে নৌমন্ত্রীর লন্ডন যাত্রা

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও) ১১৮ তম কাউন্সিল অধিবেশনে যোগদানের লক্ষ্যে আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন: নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম এম তারিকুল ইসলাম, নৌপরিবহণ অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার এবং ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হক।

আইএমও’র প্রধান কার্যালয় লন্ডনে এ অধিবেশন ২৪ জুলাই শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে।

কাউন্সিল অধিবেশনে মেরিটাইম সেফটি, প্রশিক্ষণ, নৌ বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও বিধি-বিধান ইত্যাদি বিষয় এবং ইতোপূর্বে আইএমও’র বিভিন্ন সভায় গৃহীত সুপারিশের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহের স্বার্থ সংরক্ষণের জন্য উক্ত কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আইএমও কাউন্সিল নির্বাচনে (২০১৮-১৯) ‘বি’ ক্যাটাগরিতে পুনর্নির্বাচনের জন্য প্রার্থিতা দাখিল করেছে। কাউন্সিল সভায় নির্বাচনের ক্যাম্পেইন ও অন্যান্য নৌ-স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা হবে। আইএমও’র ৩০তম নিয়মিত অধিবেশনে কাউন্সিল সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে; যা এ বছরের নভেম্বরের ২৭ থেকে ৬ ডিসেম্বর অনুষ্ঠানের কথা রয়েছে।

বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্যপদ লাভ করে। বিশ্বের মোট ১৭২ টি দেশ আইএমও’র সদস্য। আইএমও’র স্থায়ী সদস্য রয়েছে ১০টি। ‘বি’ ক্যাটাগরি সদস্য রয়েছে ১০টি। এছাড়াও ‘সি’ ক্যাটাগরির ২০টি দেশ রয়েছে। বাংলাদেশ ২০০১ সাল থেকে ‘বি’ ক্যাটাগরির সদস্য হিসেবে কাজ করছে।

মন্ত্রী ৩০ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

জাতীয়