এয়ারপোর্ট রেস্টুরেন্টে জবাই হচ্ছিল মরা মুরগি

এয়ারপোর্ট রেস্টুরেন্টে জবাই হচ্ছিল মরা মুরগি

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ জিয়াউল হক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ বেলা আড়াইটার দিকে গোপন খবরের ভিত্তিতে এপিবিএন ঢাকা কাস্টমস হাউস ভবনের পাশে এয়ারপোর্ট রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যরা দেখতে পান, রেস্তোরাঁর ভেতরে ১১৯টি মরা মুরগি পড়ে আছে। সেগুলো জবাই করা হচ্ছে। হাতেনাতে সাতজনকে আটক করে এপিবিএন। খবর পেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যান।

এপিবিএনের ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের মধ্যে আছেন রেস্তোরাঁর ব্যবস্থাপক, বাবুর্চি, বাবুর্চির সহকারী ও রেস্তোরাঁ কর্মচারী। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের সাজা দেওয়ার প্রক্রিয়া চলছিল।

অপরাধ জাতীয় শীর্ষ সংবাদ