বাজার তদারকি ৯৮টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

বাণজ্যি মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তররে প্রধান র্কাযালয়, ঢাকাসহ বভিন্নি বভিাগ ও জলো র্কাযালয় ঢাকা মহানগর, কশিোরগঞ্জ, ময়মনসংিহ, মানকিগঞ্জ, শরেপুর, ফরদিপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পরিোজপুর, ঝালকাঠ,ি মাগুরা, ঝনিাইদহ, খুলনা, হবগিঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, ফনেী, পাবনা, নওগাঁ, বরগুনা এবং চট্টগ্রামে আজ বাজার তদারকি করা হয়।
পণ্যরে মূল্যরে তালকিা প্রর্দশন না করা, পণ্যরে মোড়কে এমআরপি লখো না থাকা, ওজনে কারচুপ,ি ময়োদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বক্রিয় এবং অস্বাস্থ্যকর পরবিশেে খাদ্য পণ্য তিৈরর অপরাধ।ে ঢাকা মহানগরীর ৬টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার। কশিোরগঞ্জ জলোয় ২টি প্রতষ্ঠিানকে ১৬ হাজার টাকা, ময়মনসংিহ জলোয় ১১টি প্রতষ্ঠিানকে ৫৪ হাজার টাকা, মানকিগঞ্জ জলোয় ৪টি প্রতষ্ঠিানকে ১৪ হাজার টাকা, শরেপুর জলোয় ৩টি প্রতষ্ঠিানকে ৮ হাজার টাকা, ফরদিপুর জলোয় ৩টি প্রতষ্ঠিানকে ৯ হাজার টাকা, গোপালগঞ্জ জলোয় ৫টি প্রতষ্ঠিানকে ৪ হাজার ৭ শত টাকা, টাঙ্গাইল জলোয় ২টি প্রতষ্ঠিানকে ২৬ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩১ হাজার ৭ শত টাকা জরমিানা আরোপ ও আদায় করা হয়।
পরিোজপুর জলোয় ৫টি প্রতষ্ঠিানকে ১০ হাজার ৫ শত টাকা, ঝালকাঠি জলোয় ১টি প্রতষ্ঠিানকে ১ হাজার ৫ শত টাকা, মাগুরা জলোয় ৩টি প্রতষ্ঠিানকে ৩ হাজার টাকা, ঝনিাইদহ জলোয় ২টি প্রতষ্ঠিানকে ১২ হাজার টাকা, খুলনায় বিভিন্ন এলাকায় ৬টি প্রতষ্ঠিানকে ২১ হাজার টাকা, হবগিঞ্জ জলোয় ৫টি প্রতষ্ঠিানকে ১১ হাজার ৫ পাঁচশত টাকা, কক্সবাজার জলোয় ১টি প্রতষ্ঠিানকে ২ হাজার টাকা, নোয়াখালী জলোয় ৫টি প্রতষ্ঠিানকে ২৫ হাজার টাকা, ফনেী জলোয় ৩টি প্রতষ্ঠিানকে ২৫ হাজার টাকা, পাবনা জলোয় ৬টি প্রতষ্ঠিানকে ১৩ হাজার ৫ শত টাকা, নওগাঁ জলোয় ৭টি প্রতষ্ঠিানকে ৮ হাজার টাকা, বরগুনা জলোয় ৩টি প্রতষ্ঠিানকে ৫ হাজার টাকা, চট্টগ্রামরে বিভিন্ন এলাকায় ১০টি প্রতষ্ঠিানকে ৬৬ হাজার টাকাসহ মোট ২ লাখ ৪ হাজার জরমিানা আরোপ ও আদায় করা হয়।
এছারা প্রধান র্কাযালয়সহ ঢাকা, রাজশাহী ও পাবনায় র্ধায্যকৃত মূল্যরে অধকি মূল্যে পণ্য বক্রিয়রে অভযিোগ শুনানির মাধ্যমে ৫টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরমিানা আরোপ ও আদায় এবং ৫ জন অভযিোগকারীকে জরমিানার ২৫ শতাংশ হসিবেে ৪ হাজার ৭ শত ৫০ টাকা প্রদান করা হয়।
২৫টি বাজার তদারকরি ও ৫টি লখিতি অভযিোগ নষ্পিত্তরি মাধ্যমে ৯৮টি প্রতষ্ঠিানকে মোট ৪ লাখ ১০ হাজার ৭ শত টাকা জরমিানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লষ্টি জলো প্রশাসন, র্আমড পুলশি ব্যাটালয়িান ও জলো পুলশি, বাজার র্কমর্কতা, স্যানটোরি ইন্সপক্টের এবং ক্যাব এসব তদারকি র্কাযে সহায়তা প্রদান করনে। তদারককিালে সচতেনতা বৃদ্ধরি লক্ষ্যে লফিলটে ও প্যাম্পলটে বতিরণ করা হয়ছে।ে

জাতীয়