একই সঙ্গে গত বছরের তুলনায় চলতি বছরে এক দশমিক ৬২ শতাংশ বেশি শান্তিপূর্ণ রয়েছে বিশ্বের অষ্টম ঘনবসতিপূর্ণ এই দেশ।
চলতি বছরে বৈশ্বিক শান্তির সূচকে সাত ধাপ এগিয়ে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯১তম। ইনস্টিটিউট অব ইকনোমিক্স অ্যান্ড পিস এই সূচক তৈরি করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) সংস্থাটি তাদের সূচকের ১৫তম সংস্করণ প্রকাশ করেছে। প্রকাশিত সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে আইসল্যান্ড, এরপর যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল ও স্লোভেনিয়া।
নিরাপত্তা, সুরক্ষা, সামরিকায়ন ও চলমান সংঘাতের পুনরাবৃত্তি বিবেচনায় নিয়ে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ও কম শান্তিপূর্ণ দেশের সূচক নির্ধারণ করা হয়।
এ বছরে দুই দশমিক ০৬৮ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার তৃতীয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ। যা ভুটান ও নেপালের চেয়ে পিছনে। তালিকায় এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ ও বিশ্বের ১১তম শান্তিপূর্ণ দেশ সিঙ্গাপুর।
সিডনিভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান বলছে, গত বছর বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক ১০২ ছিল। চলতি বছরে তা ২ দশমিক ০৬৮।
একই সঙ্গে গত বছরের তুলনায় চলতি বছরে এক দশমিক ৬২ শতাংশ বেশি শান্তিপূর্ণ রয়েছে বিশ্বের অষ্টম ঘনবসতিপূর্ণ এই দেশ। সূচকে দেখা গেছে, বৈশ্বিক শান্তি গড়ে ০ দশমিক ০৭ শতাংশ অবনতি ঘটেছে। স্বল্প পরিমাণে হলেও গত ১৩ বছরের মধ্যে নবমবারের মতো বৈশ্বিক শান্তির অবনতি ঘটেছে।