চিকনগুনিয়া একটি ভাইরাস জনিত অসহনীয় ব্যথা সম্পর্কিত যন্ত্রনাদায়ক জ্বর। এই জ্বরের ভয়াবহ প্রকোপে ঢাকাবাসী অতিষ্ট একটি মহামারী রূপ ধারণ করেছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন এডিস স্বচ্ছ পানিতে হয়। তাই ঢাকার নোংরা আবর্জনার সাথে এর কোন সম্পর্ক নাই। প্রত্যেক বাড়ির মানুষ যদি সচেতন হয়, তবে এর হাত থেকে রক্ষা পাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, অচিরেই ঢাকা সিটিতে চিকনগুনিয়া মুক্ত করবেন। বাস্তবে চিকনগুনিয়ার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এর ফলে মানুষের জীবনযাত্রা স্থবীর হয়ে গেছে। যারা বা সুস্থ হয়েছেন তারাও গিরায় গিরায় ব্যথার যন্ত্রনায় ভুগছেন, যেখানে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই ভয়াবহ রোগের বৃদ্ধির জন্যে এই দুই সিটি কর্পোরেশনের মেয়র কেউই দায়-দায়িত্ব এড়াতে পারেন না। সরকারের কাছে জোর দাবী অচিরেই চিকনগুনিয়ার ভয়াবহতার বিস্তার থেকে ঢাকাবাসীকে বাঁচানোর জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। যে সমস্ত মানুষ ইতিমধ্যে চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে দিনের পর দিন কষ্ট পাচ্ছেন ও তাদের কর্মতৎপরতা ও কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তাদেরকে খুঁজে বের করে ক্ষতিপূরণ প্রদান করা হোক।
সুমি বুলবুল
বার্তা প্রেরক