সরকারের গৃহীত কর্মসূচির ফলে শিশু ও মাতৃ মৃত্যু হার হ্রাস পেয়েছে — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, রূপকল্প-২০২১ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস পেয়েছে।

তিনি আজ রংপুর মেডিকেল কলেজ এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনিমেশ মজুমদার উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা শিক্ষা প্রসার, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং আন্তর্জাতিকমানের দক্ষ পেশাজীবী গড়ে তুলতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি চিকিৎসক সমাজকে সততা ও ত্যাগের মনোভাব নিয়ে জনগণের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন।

জাতীয়